মহাত্মা গান্ধীর জীবনী রচনা

মহাত্মা গান্ধির জীবনী রচনা, তাঁর অহিংস আন্দোলন, ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সমাজসেবার সম্পর্কে বিস্তারিত তথ্য। জানুন তার মহান কার্যক্রম ও অবদান।

তোমরা যারা যারা মহাত্মা গান্ধীর জীবনী রচনা লিখতে চাইছো এই লেখাটি লেখে নিতে পারো।

মহাত্মা গান্ধী

জন্ম ও পরিবারঃ মহাত্মা গান্ধি ১৮৬৯ সালের ২রা অক্টোবর গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেন। তাঁর পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধি। পিতার নাম করমচাঁদ গান্ধি বা কাবা গান্ধি এবং মাতার নাম পুতলী বাঈ।

শিক্ষা জীবনঃ পোরবন্দরে প্রাথমিক শিক্ষা এবং রাজকোটে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি বিলেত থেকে ব্যারিস্টারি পাস করেন।

পেশাগত জীবনঃ দেশে ফিরে তিনি বোম্বাই হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করেন।

দক্ষিণ আফ্রিকার সংগ্রামঃ ভারতীয়দের একটি মামলার কাজ নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকা যান। সেখানে ভারতীয়দের উপর ইংরেজদের অত্যাচার দেখে অহিংস আন্দোলন শুরু করেন এবং সফল হন।

ভারতের স্বাধীনতা সংগ্রামঃ আফ্রিকা থেকে ফিরে তিনি ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেন। এই জন্য তাঁকে বহুবার কারাবরণ করতে হয়।

রাজনৈতিক সাফল্যঃ ১৯২৪ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এবং ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলন পরিচালনা করেন।

নৈতিক গুণাবলিঃ গান্ধিজি বাল্যকাল থেকেই সত্যবাদী ও সত্যনিষ্ঠ ছিলেন। তিনি ছিলেন অহিংসার পূজারী এবং দীনদরিদ্রের মত সরল জীবনযাপন করতেন।

সমাজসেবা ও সংস্কারঃ তিনি আমেদাবাদে সবরমতী আশ্রম স্থাপন করে নিজের হাতে কুষ্ঠ রোগীদের সেবা করেন এবং হরিজনদের উন্নতির জন্য আজীবন চেষ্টা চালিয়ে যান।

উপাধি ও সম্মানঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা উপাধি দেন এবং দেশের জনগণ তাঁকে জাতির জনক বাপুজি বলে।

মৃত্যুঃ ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

Post a Comment

Leave your thoughts in the comments, and we will reply to you very soon!