অসুস্থতার কারণে প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদন পত্র

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনন্দময় অভিজ্ঞতা, বিজয় এবং রোমাঞ্চের গল্প নিয়ে একটি হৃদয়গ্রাহী চিঠি!

তোমরা যারা যারা অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্ররচনা লিখতে চাইছো তারা নিচের লেখা রচনাটি খাতায় লিখে নাও

মাননীয়
প্রধান শিক্ষক মহাশয়,
ফাঁসিদেওয়া উচ্চতর বিদ্যালয়,
গ্রাম + পোস্টঃ ফাঁসিদেওয়া,
দার্জিলিং

বিষয়ঃ অসুস্থতার কারণে ছুটি মঞ্জুরের আবেদন পত্র

মহাশয়,
মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, আমি দেবেশ সিকদার আপনারই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ‘খ’ বিভাগের ছাত্র। গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবল জ্বরের কারণে আমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। উক্ত ক'দিনের ছুটি মঞ্জুর করে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ থাকব।

ফাঁসিদেওয়া
২/১০/২০২৩
ইতি
একান্ত অনুগত ছাত্র
দেবেশ সিকদার

3 comments

  1. Anonymous
    Asadharan Post
  2. Anonymous
    Very good
  3. Anonymous
    Wow
Leave your thoughts in the comments, and we will reply to you very soon!