বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে বন্ধুকে চিঠি, যেখানে স্কুলের দৌড়, লম্ফন ও অন্যান্য খেলাধুলার বিবরণসহ পুরস্কার বিতরণীর উল্লেখ রয়েছে।

তোমরা যারা যারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি চিঠি লিখতে চাও নিচের লেখাটি লিখে নাও

ফাঁসিদেওয়া, দার্জিলিং
১৭/০২/২০২৩

প্রিয় শুভ,

আশাকরি ভালো আছিস, গত সপ্তাহেই আমাদের স্কুলে ৪৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। আমাদের বিভাগের জন্য ১৫০ মিটার দৌড়, বস্তা দৌড়, অঙ্ক দৌড়, ব্যালান্স রেস, উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, মিউজিক্যাল চেয়ার প্রভৃতি ছিল। খেলাধুলোর শেষে শিক্ষকদের হাঁটা রেস, দিদিমণিদের প্রদীপ জ্বালানো, সর্বসাধারণের জন্য ধীরে সাইকেল চালানো, প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য যেমন খুশি সাজো প্রভৃতির আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সফলদের হাতে এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদেরা পুরস্কার তুলে দেন। আমি অঙ্ক দৌড়ে প্রথম স্থান অধিকার করেছি।

তোদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা লিখে জানাস। ভালো থাকিস, কাকু - কাকিমাকে আমার প্রণাম জানাস, ভাইকে আমার স্নেহাশিস দিস। আজ এখানেই শেষ করছি।

প্রাপকঃ
শুভঙ্কর বিশ্বাস
প্রযত্নেঃ গোপাল বিশ্বাস
গ্রামঃ মসজিদ পাড়া
পোস্টঃ বাগডোগরা
জেলাঃ দার্জিলিং
পিনকোড - ৭৩৪০১৪
ইতি
তোর প্রিয় বন্ধু
দেবেশ

2 comments

  1. Anonymous
    very nice post
  2. Anonymous
    PJ
Leave your thoughts in the comments, and we will reply to you very soon!