Rules of Punctuation | যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - দ্বিতীয় অংশ

লিখিত ভাষায় বক্তব্য স্পষ্ট করতে বিরামচিহ্ন বা Punctuation Mark ব্যবহৃত হয়। এটি লেখকের মনোভাব এবং বাক্যের যথাযথ অর্থ প্রকাশে সাহায্য করে।
যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - প্রথম অংশ

RULES OF PUNCTUATION

THE NOTE OF EXCLAMATION ( ! )

আবেগ, ভয়, বিস্ময়, উল্লাস প্রভৃতি মনের আকস্মিক ভাবপ্রকাশক Word বা Sentence- এর পরে Note of Exclamation ব্যবহৃত হয় :

  1. Alas! I am undone.
  2. Bravo! What nonsense! How strange!
  3. How beautiful the girl is!
  4. Thank God! We are saved.

THE QUOTATION MARKS OR INVERTED COMMAS [ “....” Or ‘...’ ]

কোনও উদ্ধৃত অংশ বা কারও উক্তি বোঝাতে হলে Double Inverted Commas বা এক জোড়া Quotation Mark ব্যবহার করতে হয় :

  1. The king said, “Tell me a long story.”
  2. He said, “I am unwell today.”

আবার, বাক্যের মধ্যে কোনও শব্দকে বা শব্দগুচ্ছকে আলাদা করে ব্যাখ্যা করার জন্য আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য বা বোঝানোর জন্য Single Inverted Comma ব্যবহার করা হয়। যেমন:

  1. I adore the ‘Bard of Avon’ — এখানে ‘Bard of Avon’ বলতে Shakespeare কে বোঝানো হয়েছে।

THE APOSTROPHE ( ’ )

Possessive Case গঠন করতে হলে Apostrophe ব্যবহার করতে হয়:

  1. Soma’s pen, Ananya’s saree, A boys’ school, Ladies’ dress, This is a girls’ college ইত্যাদি।

Word- এর প্রথমে কিংবা মধ্যে এক বা একাধিক letter উহ্য থাকলে সে জায়গায় Apostrophe চিহ্ন বসে:

  1. ’t is বা it’s = it is
  2. He’s = He is
  3. needn’t = need not
  4. I’ve = I have
  5. o’er = over
  6. can’t = cannot.
  7. won’t = will not.
  8. I’ll = I shall / I will.
  9. hon’ble = honorable
  10. O’clock = of the clock.

Letter, Figure এবং Abbreviation এর Plural করতে হলে:

  1. Four M.A.’s
  2. Dot the i’s and cross the t's.
  3. There are three ‘i’s’ in the first line.

ইংরেজী বছর উল্লেখ করার সময় apostrophe- র প্রচলন আছে:

  1. Aug 15, ’97, Oct 18’ 72

THE DASH ( — )

Sentence- এ এক প্রসঙ্গের মধ্যে হঠাৎ অন্য প্রসঙ্গের অবতারণা করলে Dash ব্যবহৃত হয়:

  1. In the face of danger—such was his strength of character—he stood calm and smiled.
  2. Nabin says—and he is a competent judge that—my pronunciation is quite correct.

Words in Apposition বা Explanation বোঝাতে Dash ব্যবহার করা হয়:

  1. The poor man had to sell everything he had—a mirror, an almirah, a clock, and a table.
  2. Two girls—Swapna and Ratna—shared the first prize.
  3. All—teachers, students, clerks—were present there when that resolution was passed.

কোনও Sentence অসম্পূর্ণ থাকলেও Dash- এর ব্যবহার করা যেতে পারে:

  1. I said so because —

THE HYPHEN ( - )

Hyphen হল Dash- এর থেকে ছোট লাইন।

দুই বা ততোধিক শব্দকে যোগ করে একটি শব্দ গঠন করতে Hyphen ব্যবহার করা হয়:

  1. Brother-in-law, Commander-in-chief, Wrist-watch, Tooth brush, Father-in-law ইত্যাদি।

আবার, যদি কোনও line- এর শেষ word টি সেই লাইনে লেখা সম্পূর্ণ না হয়, তাহলে সেই word- এর কোনও Syllable- এর পর hyphen চিহ্ন বসিয়ে পরের line- এর প্রথমে বাকি Syllable টি বা Syllable- গুলি বসানো হয়। কিন্তু Word টি যদি এক Syllable বিশিষ্ট হয় তবে Word টিকে Hyphen চিহ্ন দিয়ে ভাঙ্গা যাবে না, সম্পূর্ণ Word টিকেই পরের Line- এ বসাতে হবে।

  1. SWEET-
  2. NESS

BRACKETS [ ( ) ]

Bracket কথার অর্থ হল বন্ধনী বা বেড়া (fence)। একটি ( [ ] ) বাক্যে bracket তখনই ব্যবহার করা হয়। যখন বক্তা এক বা একাধিক শব্দ কিংবা একটি বাক্যকে মূল বাক্য থেকে সরিয়ে বন্ধনী বা বেড়া দিয়ে আলাদা রাখতে চান। যেমন:

  1. “আমার পরম সৌভাগ্য (দুর্ভাগ্য বলাই ভালো) যে প্রলয় আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছে।”
  2. এঙ্গ্রেজীতেও এই নিয়ম অনুসরণ করা হয়:
  3. I said (and meant it) that I hated him from the core of my heart.

এক্ষেত্রে মনে রাখতে হবে ইংরেজী ভাষায় সাধারণতঃ First bracket ( ) ও Third bracket [ ] ব্যবহার করা হয়। অঙ্কশাস্ত্রের ক্ষেত্রে যদি Bracket- এর মধ্যে কোনও আলাদা bracket- এর প্রয়োজন হয়, তাহলে প্রথমে Third এর পর, Second ও তারপর First bracket ব্যবহার করতে হয়।

USE OF CAPITAL LETTERS

প্রত্যেক sentence- এর প্রথম অক্ষরটি Capital letter হবে:

  1. Anirban is a good boy. He goes to school every day.

ইংরেজী কবিতার প্রত্যেক লাইন- এর প্রথম অক্ষর Capital হয়:

  1. Twinkle twinkle little star,
  2. How I wonder what you are!

Quotation marks- এর মধ্যে ব্যবহৃত প্রথম অক্ষর Capital হবে:

  1. He said, “My father is ill.”
  2. Keats says, “A thing of beauty is a joy for ever.”

Proper Noun ও Proper Noun থেকে তৈরি Adjective- এর প্রথম অক্ষর Capital হবে:

  1. Narayan, Sadhana, Tom, Jim, Calcutta, Delhi, Chennai, Indian, English, French ইত্যাদি।

দিন, মাস, উৎসবাদি, উপাধি, প্রথাদির নাম ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষর Capital হয়:

  1. Sunday, February, Id-Ul-Fitr, Durga Puja, The Geeta, The Sepoy Mutiny, The Second World War, Vidyasagar, Roy Bahadur, Alexander the Great, Grand Master ইত্যাদি।

সংক্ষিপ্ত আকারে প্রকাশিত যে কোনও Title, Degree ইত্যাদির Capital Letter হয়:

  1. Mr. , Dr., Miss, Mrs., M. A., B. Sc., M. Sc., PhD ইত্যাদি।

Official letter- এর প্রথম অক্ষর Capital Letter হবে:

  1. Dear Sir,
  2. Yours faithfully,

1 comment

  1. Sushankar Bain
    Sushankar Bain
    You must read this.
Leave your thoughts in the comments, and we will reply to you very soon!