যতিচিহ্ন ব্যবহারের নিয়ম (অংশ-২)

আবেগ, ভয়, বিস্ময়, উল্লাস প্রভৃতি মনের আকস্মিক ভাবপ্রকাশক Word বা Sentence- এর পরে Note of Exclamation ব্যবহৃত হয় : Alas ! I am undone..
যতিচিহ্ন ব্যবহারের নিয়ম (অংশ-২)
6. THE NOTE OF EXCLAMATION ( ! ) 🔶 আবেগ, ভয়, বিস্ময়, উল্লাস প্রভৃতি মনের আকস্মিক ভাবপ্রকাশক Word বা Sentence- এর পরে Note of Exclamation ব্যবহৃত হয় :  Alas ! I am undone. Bravo ! What nonsense ! How strange !  How beautiful the girl is !  Thank God ! We are saved. 7.THE QUOTATION MARKS OR INVERTED COMMAS [ “....” Or ☺ ‘...’ ] 🔶 কোনও উদ্ধৃত অংশ বা কারও উক্তি বোঝাতে হলে Double Inverted Commas বা এক জোড়া Quotation Mark ব্যবহার করতে হয় :  The king said, “ Tell me a long story.” He said, “ I am unwell today.” 🔶 আবার, বাক্যের মধ্যে কোনও শব্দকে বা শব্দগুচ্ছকে আলাদা করে ব্যাখ্যা করার জন্য আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য বা বোঝানোর জন্য Single Inverted Comma ব্যবহার করা হয় । যেমনঃ  I adore the ‘Bard of Avon’ — এখানে ‘Bard of Avon’ বলতে Shakespeare কে বোঝানো হয়েছে । 8. THE APOSTROPHE ( ’ ) 🔶 Possessive Case গঠন করতে হলে Apostrophe ব্যবহার করতে হয় : Soma’s pen, Ananya’s saree, A boys’ school, Ladies’ dress, This is a girls’ college ইত্যাদি । 🔶 Word- এর প্রথমে কিংবা মধ্যে এক বা একাধিক letter উহ্য থা…

1 comment

  1. Vision Institute
    You must read this.