Rules of Punctuation | যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - দ্বিতীয় অংশ

লিখিত ভাষায় বক্তব্য স্পষ্ট করতে বিরামচিহ্ন বা Punctuation Mark ব্যবহৃত হয়। এটি লেখকের মনোভাব এবং বাক্যের যথাযথ অর্থ প্রকাশে সাহায্য করে।
Rules of Punctuation | যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - দ্বিতীয় অংশ
যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - প্রথম অংশ RULES OF PUNCTUATION THE NOTE OF EXCLAMATION ( ! ) আবেগ, ভয়, বিস্ময়, উল্লাস প্রভৃতি মনের আকস্মিক ভাবপ্রকাশক Word বা Sentence- এর পরে Note of Exclamation ব্যবহৃত হয় : Alas! I am undone. Bravo! What nonsense! How strange! How beautiful the girl is! Thank God! We are saved. THE QUOTATION MARKS OR INVERTED COMMAS [ “....” Or ‘...’ ] কোনও উদ্ধৃত অংশ বা কারও উক্তি বোঝাতে হলে Double Inverted Commas বা এক জোড়া Quotation Mark ব্যবহার করতে হয় : The king said, “Tell me a long story.” He said, “I am unwell today.” আবার, বাক্যের মধ্যে কোনও শব্দকে বা শব্দগুচ্ছকে আলাদা করে ব্যাখ্যা করার জন্য আলাদাভাবে গুরুত্ব দেওয়ার জন্য বা বোঝানোর জন্য Single Inverted Comma ব্যবহার করা হয়। যেমন: I adore the ‘Bard of Avon’ — এখানে ‘Bard of Avon’ বলতে Shakespeare কে বোঝানো হয়েছে। THE APOSTROPHE ( ’ ) Possessive Case গঠন করতে হলে Apostrophe ব্যবহার করতে হয়: Soma’s pen, Ananya’s saree, A boys’ school, Ladies’ dress, This is a girls’ college ইত্যাদি। Word- এর প্রথমে কিংবা মধ্যে এক বা একাধিক l…

1 comment

  1. Sushankar Bain
    You must read this.