Rules of Punctuation | যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - প্রথম অংশ

লিখিত ভাষায় বক্তব্য স্পষ্ট করতে বিরামচিহ্ন বা Punctuation Mark ব্যবহৃত হয়। এটি লেখকের মনোভাব এবং বাক্যের যথাযথ অর্থ প্রকাশে সাহায্য করে।

Rules of Punctuation - যতিচিহ্ন ব্যবহারের নিয়ম

মুখের ভাষায় শব্দের উচ্চারণে তীক্ষ্ণতা বা মৃদুতা, দৃঢ়তা বা কোমলতা প্রভৃতি থেকেই বক্তার মনোভাব বা উদ্দেশ্য বোঝা যায়। বক্তার সুর ও স্বরক্ষেপণের রীতি বা কৌশল থেকেই তার মনের ভাব বোঝা যায়। কিন্তু লিখিত ভাষায় সেই সুর ধরা পড়ে না। তাই লিখিত ভাষায় লেখকের বক্তব্য নির্দিষ্টভাবে বা যথাযথভাবে উপস্থিত করার জন্য সাংকেতিক বিরাম চিহ্নের প্রয়োগ হয়। ইংরেজীতে নানান ধরনের বিরামচিহ্ন বা Punctuation Mark ব্যবহারের রীতি আছে। সবগুলিকে যথার্থ বিরামচিহ্ন বলা যায় না। কোনও কোনও ক্ষেত্রে শুধু বিরামের জন্য বা যতির জন্য নয়, শব্দ বা বাক্যপ্রয়োগের সুবিধার জন্যও কিছু লিখনরীতি উদ্ভাবিত হয়েছে। পৃথিবীর যে কোনও ভাষার লিখিত রূপে Punctuation Mark- এর আবশ্যকতা আছে। ইংরেজী ভাষাও তার বাইরে নয়। কোনও Sentence পড়তে গেলে এইসব Punctuation Mark অনুযায়ী বিরাম দিয়ে না পড়লে সেই sentence- এর অর্থ পরিষ্কারভাবে বোঝা যায় না।

ইংরেজীতে নীচের Punctuation Mark গুলি ব্যবহৃত হয়ঃ

  1. The Full Stop ( . )
  2. The Comma ( , )
  3. The Colon ( : )
  4. The Semicolon ( ; ) The Question Mark Or, the Note of Interrogation ( ? )
  5. The Apostrophe ( ' )
  6. The Quotation Mark Or, the Inverted Commas ( "..... " বা '.....' )
  7. The Note of Exclamation ( ! )
  8. The Dash ( — )
  9. The Hyphen ( - )
  10. Brackets [ ( ) ]

THE FULL STOP ( . )

গঠনগতভাবে Full Stop একটি Sentence- এর সমাপ্তি নির্দেশ করে।

যে Sentence প্রশ্নসূচক (Interrogative) নয়, যে Sentence বিস্ময়বোধক (Exclamatory) নয়— তার সমাপ্তি হবে Full Stop দিয়ে। সাধারণভাবে বলা যায়, Assertive Sentence বা Statement (বিবৃতিমূলক বাক্য), Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য) Full Stop দিয়ে শেষ করতে হয়।

  1. The queen bee lives in the hive.
  2. Don't come here again.
  3. Manas goes to school regularly.

উপাধি, নাম প্রভৃতি সংক্ষেপে লিখলে আদ্যক্ষরের পরে Full Stop বসে: B.A., U.S.A., M.B.B.S., Mr. S. K. Sinha, Ph.D., M.Sc. ইত্যাদি।

THE COMMA ( , )

সামান্য বিরাম বোঝাতে অর্থাৎ সবচেয়ে কম সময় থামার জন্য Comma ব্যবহৃত হয়। Comma ব্যবহারের ক্ষেত্রে নীচের নিয়মগুলি অনুসরণ কর:

একই জাতীয় দুই বা ততোধিক শব্দের মধ্যে Comma ব্যবহৃত হয়। কিন্তু শেষের দুটি শব্দের মধ্যে Comma না বসিয়ে তাদের মাঝে and বসে:

  1. Suman, Lalit, Ansar and Rajkamal are going to school.
  2. We had cakes, biscuits and tea at the party.

Noun in Apposition- এর দু'পাশেই Comma ব্যবহৃত হয়:

  1. Mr. Sen, Headmaster of the school, is a good man.
  2. Nazrul, the great poet of Bengal, died in Dhaka.

Vocative Case বা সম্বোধন পদটি পৃথক করবার জন্য Comma ব্যবহৃত হয়। কিন্তু সম্বোধন পদটি sentence- এর মাঝে থাকলে তার আগে ও পরে Comma বসে:

  1. Kanchan, you should do it.
  2. You are a mere boy, Sukumar.
  3. I have not seen you, Renu, for three weeks.

Absolute Phrase বা Clause-কে পৃথক করার জন্য Comma ব্যবহৃত হয়:

  1. The sun having set, we went home.
  2. He is, I think, the best boy in the class.

Adverbial Clause বা Phrase বাক্যের প্রথমে থাকলে তারপরে Comma বসে:

  1. If he comes, I shall go.
  2. As soon as I arrived, they welcomed me.

কোনও বাক্যের ভেতর যদি Phrase ব্যবহৃত হয় তাহলে তাকে আলাদা করার জন্য Comma ব্যবহৃত হয়:

  1. To speak the truth, he is a good man.
  2. The boy is, to be sure, a fool.

Sentence- এর মধ্যে কতকগুলি Adverb-এর আগে ও পরে Comma বসে:

  1. You need not, therefore, send the book.
  2. He is, however, a lazy fellow.

Parenthetical Phrase অথবা Clause-এর পর Comma বসে:

পূর্ববর্তী Clause কে ব্যাখ্যা করার জন্য পরে আরও একটি Clause ব্যবহার করলে তা and দ্বারা যুক্ত হলেও Comma ব্যবহৃত হয়:

  1. Take care of the pence, and the pounds will take care of themselves.

উদ্ধৃতি চিহ্নের আগে, অর্থাৎ Reporting Verb-এর পরে Comma বসে। কিন্তু উদ্ধৃতি অংশটি প্রথমে থাকলে তারপর Comma বসে:

  1. Galileo said, “The earth moves round the sun.”
  2. “This book is mine,” said Kamala.
  3. "Tell me," said he, "Why did you go there?"

চিঠি লেখার সময় Salutation ও Subscription এর পরে Comma বসে:

  1. My dear father,
  2. Yours faithfully,

Yes ও No-এর পর Comma বসে:

  1. Yes, I can do it.
  2. No, I shall not go.

Co-ordinate Clause গুলিকে Comma দ্বারা পৃথক করা হয়:

  1. I dance, I jump, I laugh, I sing for joy.

বড় সংখ্যা লেখার ক্ষেত্রে Comma ব্যবহৃত হয়:

  1. 1, 40, 895

THE SEMICOLON ( ; )

Full stop যেমন সমাপ্তির জন্য, Comma যেমন স্বল্প বিরতির জন্য, Semicolon-ও তেমনি এক বিরতিচিহ্ন, ওই দুইয়ের মাঝামাঝি। Comma-র থেকে বেশি এবং Full Stop-এর চেয়ে কম বিরাম বোঝালে Semicolon-এর ব্যবহার করা হয়।

Compound Sentence বড় হলে সেখানে শুধু Comma-র ওপর নির্ভর করা যায় না, সেখানে Semicolon ব্যবহার করতে হয়:

  1. England is not a good land for vines; but the vines of all the countries find their way to her shores.

And বা but দ্বারা যুক্ত না হলে Co-coordinate Clause-এর আগে Semicolon ব্যবহৃত হয়:

  1. Reading makes a full man; writing, an exact man; speaking, a ready man.

Note: ক্রিয়াপদ উহ্য থাকলে তার জায়গায় Comma ব্যবহৃত হয়। উপরিউক্ত উদাহরণটিতে makes বার বার ব্যবহার না করে তার জায়গার Comma ব্যবহার করা হয়েছে।

Therefore, however, nevertheless besides, also otherwise এবং সময় সময় so দ্বারা কোনও Clause যুক্ত হলে Semicolon ব্যবহৃত হয়:

  1. He has done the work well; therefore, I shall give him a reward.
  2. You must try your best; otherwise, you will fail in your mission.
  3. The boy did not prepare his lessons regularly; so he could not come out successful in the examination.

THE COLON ( : )

Colon- এর বিরাম সময় Full Stop- এর চেয়ে একটু কম আবার Semicolon- এর চেয়ে বেশি।

স্বয়ংসম্পূর্ণ বাক্যের পরে Description- রূপে অন্য বাক্য বসলে তার আগে Colon বসে:

  1. There runs the proverb: Honesty is the best policy.
  2. Send me the following goods: An exercise book, an instrument box, a pen and a pencil.

Sentence- গুলি পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত না হলে তাদের Colon দিয়ে পৃথক করা হয়:

  1. Good-bye, my friends: Forget me not.
  2. Man proposes: God disposes.

উদ্ধৃতির আগে অনেক সময় colon ব্যবহার করা হয়:

  1. Keats says: "A thing of beauty is a joy for ever."

সংক্ষিপ্ত কোনো বিষয়ের নামের আগে Colon ব্যবহৃত হয়:

  1. Topic: Punctuation Marks.

সময়ের স্বরূপ প্রকাশ করতে Colon ব্যবহৃত হয়:

  1. My watch is ten: thirty.

অন্যান্য সংকেতের মধ্যে মাত্রা, স্থানের বা পরিমাপের ক্ষেত্রে Colon ব্যবহৃত হয়:

  1. Two feet: two inches.

THE QUESTION MARK ( ? )

Question mark- এর দ্বারা বোঝায় যে উক্ত বাক্যটি প্রশ্ন। সুতরাং question mark- এর ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত নিয়মগুলি অনুসরণ করতে হয়:

Interrogative Sentence- এ Question mark ব্যবহৃত হয়:

  1. Where are you going?
  2. How old are you?

Question mark যখন বাক্যের শেষে থাকে তখন সেখানে Full Stop ব্যবহার করা হয় না:

  1. Are you a doctor?

Direct Question- এর শেষে Question mark ব্যবহৃত হয়:

  1. He asked, "Are you coming?"

Tag Question-এর শেষে Question mark ব্যবহৃত হয়:

  1. You are a teacher, aren't you?
যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - দ্বিতীয় অংশ

Post a Comment

Leave your thoughts in the comments, and we will reply to you very soon!