Rules of Punctuation | যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - প্রথম অংশ

লিখিত ভাষায় বক্তব্য স্পষ্ট করতে বিরামচিহ্ন বা Punctuation Mark ব্যবহৃত হয়। এটি লেখকের মনোভাব এবং বাক্যের যথাযথ অর্থ প্রকাশে সাহায্য করে।
Rules of Punctuation | যতিচিহ্ন ব্যবহারের নিয়ম - প্রথম অংশ
Rules of Punctuation - যতিচিহ্ন ব্যবহারের নিয়ম মুখের ভাষায় শব্দের উচ্চারণে তীক্ষ্ণতা বা মৃদুতা, দৃঢ়তা বা কোমলতা প্রভৃতি থেকেই বক্তার মনোভাব বা উদ্দেশ্য বোঝা যায়। বক্তার সুর ও স্বরক্ষেপণের রীতি বা কৌশল থেকেই তার মনের ভাব বোঝা যায়। কিন্তু লিখিত ভাষায় সেই সুর ধরা পড়ে না। তাই লিখিত ভাষায় লেখকের বক্তব্য নির্দিষ্টভাবে বা যথাযথভাবে উপস্থিত করার জন্য সাংকেতিক বিরাম চিহ্নের প্রয়োগ হয়। ইংরেজীতে নানান ধরনের বিরামচিহ্ন বা Punctuation Mark ব্যবহারের রীতি আছে। সবগুলিকে যথার্থ বিরামচিহ্ন বলা যায় না। কোনও কোনও ক্ষেত্রে শুধু বিরামের জন্য বা যতির জন্য নয়, শব্দ বা বাক্যপ্রয়োগের সুবিধার জন্যও কিছু লিখনরীতি উদ্ভাবিত হয়েছে। পৃথিবীর যে কোনও ভাষার লিখিত রূপে Punctuation Mark- এর আবশ্যকতা আছে। ইংরেজী ভাষাও তার বাইরে নয়। কোনও Sentence পড়তে গেলে এইসব Punctuation Mark অনুযায়ী বিরাম দিয়ে না পড়লে সেই sentence- এর অর্থ পরিষ্কারভাবে বোঝা যায় না। ইংরেজীতে নীচের Punctuation Mark গুলি ব্যবহৃত হয়ঃ The Full Stop ( . ) The Comma ( , ) The Colon ( : ) The Semicolon ( ; ) The Question Mark Or, the Note of Inte…