এককথায় প্রকাশ | একপদীকরণ | বাক্যসংকোচন বা বাকসংহতি
সহজ ভাষায় এককথায় প্রকাশ, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত ও সহজে বোঝার উপযোগী উদাহরণসহ।
এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহতি একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করাকে এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহতি বলা হয়। উদাহরণঃ অণুকে যার দ্বারা দেখা যায়ঃ ‘অণুবীক্ষণ’ অতিথির আপ্যায়নঃ ‘আতিথ্য / আতিথেয়তা’ অর্থহীন উক্তিঃ ‘প্রলাপ’ অতি দুর্গম স্থানঃ ‘গহন’ আয়ুর পক্ষে হিতকরঃ ‘আয়ুষ্য’ আসল কথা বলার আগে মুখবন্ধঃ ‘ভণিতা’ আয় বুঝে ব্যয় করে যেঃ ‘মিতব্যয়ী’ আগমনে যার কোনো তিথি নেইঃ ‘অতিথি’ ইন্দ্রের হস্তীঃ ‘ঐরাবত’ ইতিহাস জানেন যিনিঃ ‘ঐতিহাসিক’ ঈশানকোণের অধিপতিঃ ‘শিব’ উপযুক্ত বয়স হয়েছে যারঃ ‘সাবালক’ উভয় পাশে বৃক্ষশ্রেণিযুক্ত পথঃ ‘বীথি’ উৎকৃষ্ট কাজঃ ‘সুকৃতি’ উপন্যাস রচনা করেন যিনিঃ ‘ঔপন্যাসিক’ উল্লেখ করা হয় না যাঃ ‘উহ্য’ ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করেঃ ‘তরঙ্গ’ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনিঃ ‘ঋত্বিক’ একই সময়ে বর্তমানঃ ‘সমসাময়িক’ এক পাড়ার লোকঃ ‘পড়শি’ ঐক্যের অভাবঃ ‘অনৈক্য’ ওজন করে যে ব্যক্তিঃ ‘তৌলিক’ ঔষধের জন্য ব্যবহৃত গাছঃ ‘গাছড়া’ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যেঃ ‘যাযাবর’ কোথাও উঁচু কোথাও নীচুঃ ‘বন্ধুর / উচ্চাবচ’ কোনো কিছুর চারদিকে আবর্তনঃ ‘পরিক্রমা’ শ্বেতবর্…