এককথায় প্রকাশ | একপদীকরণ | বাক্যসংকোচন বা বাকসংহতি

সহজ ভাষায় এককথায় প্রকাশ, বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ, শিক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত ও সহজে বোঝার উপযোগী উদাহরণসহ।
এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহত

এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহতি

একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজন মতো একটি শব্দে প্রকাশ করাকে এককথায় প্রকাশ, একপদীকরণ, বাক্যসংকোচন বা বাকসংহতি বলা হয়।

উদাহরণঃ
  1. অণুকে যার দ্বারা দেখা যায়ঃ ‘অণুবীক্ষণ’
  2. অতিথির আপ্যায়নঃ ‘আতিথ্য / আতিথেয়তা’
  3. অর্থহীন উক্তিঃ ‘প্রলাপ’
  4. অতি দুর্গম স্থানঃ ‘গহন’
  5. আয়ুর পক্ষে হিতকরঃ ‘আয়ুষ্য’
  6. আসল কথা বলার আগে মুখবন্ধঃ ‘ভণিতা’
  7. আয় বুঝে ব্যয় করে যেঃ ‘মিতব্যয়ী’
  8. আগমনে যার কোনো তিথি নেইঃ ‘অতিথি’
  9. ইন্দ্রের হস্তীঃ ‘ঐরাবত’
  10. ইতিহাস জানেন যিনিঃ ‘ঐতিহাসিক’
  11. ঈশানকোণের অধিপতিঃ ‘শিব’
  12. উপযুক্ত বয়স হয়েছে যারঃ ‘সাবালক’
  13. উভয় পাশে বৃক্ষশ্রেণিযুক্ত পথঃ ‘বীথি’
  14. উৎকৃষ্ট কাজঃ ‘সুকৃতি’
  15. উপন্যাস রচনা করেন যিনিঃ ‘ঔপন্যাসিক’
  16. উল্লেখ করা হয় না যাঃ ‘উহ্য’
  17. ঊর্ধ্ব ও বক্রভাবে যা গমন করেঃ ‘তরঙ্গ’
  18. ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনিঃ ‘ঋত্বিক’
  19. একই সময়ে বর্তমানঃ ‘সমসাময়িক’
  20. এক পাড়ার লোকঃ ‘পড়শি’
  21. ঐক্যের অভাবঃ ‘অনৈক্য’
  22. ওজন করে যে ব্যক্তিঃ ‘তৌলিক’
  23. ঔষধের জন্য ব্যবহৃত গাছঃ ‘গাছড়া’
  24. এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যেঃ ‘যাযাবর’
  25. কোথাও উঁচু কোথাও নীচুঃ ‘বন্ধুর / উচ্চাবচ’
  26. কোনো কিছুর চারদিকে আবর্তনঃ ‘পরিক্রমা’
  27. শ্বেতবর্ণের পদ্মঃ ‘পুণ্ডরীক’
  28. পরিব্রাজকের জীবন বা বৃত্তিঃ ‘প্রব্রজ্যা / পরিব্রজ্যা’
  29. বৎসের প্রতি গভীর স্নেহঃ ‘বাৎসল্য’
  30. ব্যাকরণ জানেন যিনিঃ ‘বৈয়াকরণ’
  31. যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ শব্দঃ ‘যোগরূঢ়’
  32. কুকুরের ডাকঃ ‘বুঝন’
  33. একবার শুনলেই যার মনে থাকেঃ ‘শ্রুতিধর’
  34. রাত্রিকালীন যুদ্ধঃ ‘সৌপ্তিক’
  35. সর্বজনের কল্যাণেঃ ‘সর্বজনীন’
  36. স্থপতির কাজঃ ‘স্থাপত্য’
  37. হৃদয়ের প্রীতিকরঃ ‘হৃদ্য’
  38. শিক্ষালাভই যার উদ্দেশ্যঃ ‘শিক্ষার্থী’
  39. যার দুটি হাতই সমান দক্ষতায় চলেঃ ‘সব্যসাচী’
  40. সুধাধবলিত গৃহঃ ‘সৌধ’
  41. পুণ্যকর্মের ফলশ্রবণঃ ‘ফলশ্রুতি’
  42. পৃষ্ঠ (পশ্চাৎ) থেকে যিনি পোষকতা করেনঃ ‘পৃষ্ঠপোষক’
  43. বয়সের তুল্য সখাঃ ‘বয়স্য’
  44. নৌ চলাচলের যোগ্যঃ ‘নাব্য’
  45. কাজ করতে দেরি করে যেঃ ‘দীর্ঘসূত্রী’
  46. স্বপ্নে শিশুর হাসিকান্নাঃ ‘দেয়ালা’
  47. চৈত্র মাসের ফসলঃ ‘চৈতালি’
  48. খে (আকাশে) চরে যেঃ ‘খেচর’
  49. ইন্দ্রজালে পারদর্শীঃ ‘ঐন্দ্রজালিক’
  50. যা উদিত হচ্ছেঃ ‘উদীয়মান’

Post a Comment

Leave your thoughts in the comments, and we will reply to you very soon!