একটি গ্রামের মেলা | প্রবন্ধ রচনা

মেলা মানে মিলন । কোনো উৎসব বা অনুষ্ঠান উপলক্ষ্যে বহু মানুষেব মিলনই হল মেলা । বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে..
(প্রবন্ধ রচনা) একটি গ্রামের মেলা ভূমিকা : মেলা মানে মিলন । কোনো উৎসব বা অনুষ্ঠান উপলক্ষ্যে বহু মানুষেব মিলনই হল মেলা । বছরের কোনো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঘটনা বা বিষয়কে কেন্দ্র করে মেলা বসে । মেলায় কেনা - বেচা উভয়ই চলে । আমাদের গ্রামের মেলা : আমাদের গ্রামে একটি বড়ো খেলার মাঠ আছে । সেখানে প্রতিবছর পৌষ - সংক্রান্তির দিনে একটি বড়ো মেলা বসে । সেটি ‘ পৌষ মেলা ' নামে পরিচিত ।  মেলার বর্ণনা : এই মেলায় আশেপাশের কয়েকটি গ্রাম থেকে বহু দোকান আসে । কাপড়ের দোকান , খেলনার দোকান , বিভিন্ন রকম খাবারের দোকান , কাঁচা আনাজ , মাছ , হাঁড়িকলসি , গাছপালা , বাসনপত্র ,বাঁশ ও বেতের জিনিসের দোকান , মেয়েদের সাজার জিনিস পত্রের দোকান এই মেলায় আসে । এছাড়া থাকে ম্যাজিক দেখানো এবং নাগরদোলায় চড়ার ব্যবস্থা । সকালবেলা থেকেই মেলায় লোক আসতে শুরু করে । মেলা চলে রাত্রি পর্যন্ত । যত বেলা বাড়ে ভিড়ও তত বাড়তে থাকে । নাগরদোলায় চড়ার জন্য ছোটো বড়ো সবাই লাইন দিয়ে অপেক্ষা করে । তেলেভাজা , জিলিপি , খেলনা ও সাজার জিনিসের দোকানে সবচেয়ে বেশি ভিড় হয় । | এই সময় খুব শীত পড়ে । তাই সন্ধ্যার আগে থেকেই দূরবর্তী গ…

Post a Comment