একটি গ্রামের আত্মকথা | প্রবন্ধ রচনা

ভূমিকা : সেই গ্রাম গুলোর মধ্যে একটা হলাম আমি। আমাকে ঘিরে কত মানুষের বাড়ি-ঘর, গাছ পালা, ও মন্দির, বিদ্যালয় উৎসব, অনুষ্ঠান, ও সবথেকে বড়ো কথা স্বপ্ন।
একটি গ্রামের আত্মকথা “ঐটি আমার গ্রাম, আমার স্বর্গপুরী, ঐখানেতে হৃদয় আমার গেছে চুরি।” ভূমিকা :  সেই গ্রাম গুলোর মধ্যে একটা হলাম আমি। আমাকে ঘিরে কত মানুষের বাড়ি-ঘর, গাছ পালা, ও মন্দির, বিদ্যালয় উৎসব, অনুষ্ঠান, ও সবথেকে বড়ো কথা স্বপ্ন। এরকমই কত মানুষের হাসি কান্না, ভালোবাসা-বিচ্ছেদ,শাসন, অবহেলা, সব কিছুর সাক্ষী আমি। নাম ও অবস্থান :  আমার নাম মানিকচক (এটি একটি গ্রামের নাম) । আগে আমি অবিভক্ত বাংলার অংশ ছিলাম এখন আমি বিভক্ত বাংলার পশ্চিমবঙ্গ মালদা জেলার মধ্যে পরি। আমার পাশে রয়েছে গঙ্গা। যার এপারে থাকি আমি আর ওপারে থাকে আমার প্রতিবেশি ঝাড়খণ্ড। আমার নামের নামেই রয়েছে গ্রাম পঞ্চায়েত । সম্পদ :  আমার সবচেয়ে বড় সম্পদ হল- প্রকৃতিও মানুষ এছাড়া জল, পশু-পাখি ইত্যাদ। পূর্বে কৃষি ভিত্তিক হলেও বর্তমানের আধুনিকতার ছোয়ায় এখন সবাই শিল্পমুখী হয়ে যাচ্ছে। এখানের আম ও গঙ্গার মাছ সারা জায়গায় ঘুরে বেড়ায় সব মানুষের সাথে মানুষের পারম্পরিক সম্পর্ক হল আমার প্রধান সম্পদ । জীবনও জীবীকা :  আমাকে ঘিরেই কত মানুষের জীবন ও জীবিকা আমার উপরে বিচরন করে কৃষিজীবী, কামার- কুমোর, চাকুরী- জীবি, ব্যবসায়ী, পুরোহিত-ডোম, আবার…

1 comment

  1. Anonymous
    Phaltu lekha