দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার | প্রবন্ধ রচনা
বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য। এটি চিকিৎসা, কৃষি, শিক্ষা ও যোগাযোগে বিপ্লব ঘটিয়েছে। আধুনিক জীবন বিজ্ঞানের ছোঁয়ায় সহজ হয়েছে।
দৈনন্দিন জীবনে বিজ্ঞান
“সভ্যতা ধরেছে আগেই বিজ্ঞানের হাত
রাত তাই দিন হল, দিন হল রাত”- রবীন্দ্রনাথ ঠাকুর
ভূমিকাঃ বর্তমান যুগকে বলা হয় আধুনিক বিজ্ঞানের যুগ। নিশ্বাস - প্রশ্বাসের মতোই বিজ্ঞান আমাদের কাছে অপরিহার্য। আমাদের দৈনন্দিন জীবন বিজ্ঞান ছাড়া কল্পনাও করা যায় না। এখন যেকোনো ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত মানুষই বিজ্ঞানের ওপর নির্ভরশীল সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে, রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত যাবতীয় কাজকর্মের জন্য বিজ্ঞানের অবদান লক্ষনীয়। বিজ্ঞানের জয়যাত্রাঃ আদিম মানুষের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার ছিল আগুন জ্বালাতে শেখা মানুষের দ্বিতীয় গুরুত্বপূর্ন আবিষ্কার চাকা। বর্তমানে মানুষ যোগাযোগের ক্ষেত্রে যে অপরিসীম উন্নতি করেছে তার মূলে রয়েছে এই চাকা। আর যে আবিষ্কারের সুবাদে মানুষ অসাধ্য সাধন করতে পেরেছে তা হল বিদ্যুৎ। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে মানুষ অনেক নিত্যনতুন জিনিস আবিষ্কার করতে লাগল ! দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান একে একে স্থান করে নিল । প্রত্যাহিক জীবনে বিজ্ঞানঃ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত প্রায় প্রতিটি জিনিস বিজ্ঞানের দান বাড়ি তৈরীর জন্য প্রয়োজনীয়…