আগ্নেয় শিলার কয়েকটি বৈশিষ্ট্য লেখ

১. এই শিলার মধ্যে কোন স্তর নেই।২. এই শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায় না।৩. পৃথিবী গঠনকারী বিভিন্ন মৌলিক পদার্থ মিলে মিশে দানা বেঁধে এই শিলা গঠিত হয়েছে।

আগ্নেয় শিলার বৈশিষ্ট্য হলঃ

  1. এই শিলার মধ্যে কোন স্তর নেই।
  2. এই শিলার মধ্যে জীবাশ্ম দেখা যায় না।
  3. পৃথিবী গঠনকারী বিভিন্ন মৌলিক পদার্থ মিলে মিশে দানা বেঁধে এই শিলা গঠিত হয়েছে।
  4. এই শিলা পাললিক ও রূপান্তরিত শিলার চেয়ে তুলনামূলক ভাবে ভারী।
  5. এই শিলা প্রকৃতিতে অত্যন্ত কঠিন বলে সহজে ক্ষয়প্রাপ্ত হয় না।
  6. সময়ে সময়ে এই শিলাকে দেখতে স্ফটিকাকার বা কাচের মত মনে হয়।

إرسال تعليق

Leave your thoughts in the comments, and we will reply to you very soon!