বাংলার ঋতুবৈচিত্র | প্রবন্ধ রচনা

ভূমিকা : বাংলার ছয় ঋতু। এই ছয় ঋতুর রূপবৈচিত্র্যও লক্ষ্যনীয়। বাংলার ছয় ঋতু যেন প্রকৃতির ছয়টি রূপ।
বাংলার ঋতুবৈচিত্র ভূমিকা :-  পৃথিবীর দুটি গতি—আহ্নিক গতি এবং বার্ষিক গতি। এই দুটি গতির ফলে দিন রাত্রি এবং ঋতু পরিবর্তন হয়। এই ঋতু পরিবর্তনের স্পষ্ট প্রকাশ আমাদের এই বাংলা ছাড়া অন্য কোথাও তেমন দেখা যায় না। এখানে ছয়টি ঋতু দেখা - যায়। প্রত্যেকটি ঋতুরই আছে নির্দিষ্ট সময়সীমা। প্রতিটি ঋতুর আগমনে প্রকৃতিতে দেখা দেয় বিরাট পরিবর্তন—এক-এক ঋতুতে প্রকৃতি এক-এক রূপে সেজে ওঠে। গ্রীষ্মকাল :- ঋতুচক্রের প্রথম ঋতু গ্রীষ্ম। বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস নিয়ে এই ঋতুর ব্যাপ্তি। বাংলা বছরের শুরুতেই এই ঋতুর সূত্রপাত। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে গাছপালা, জীবজন্তু সবারই প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে। সারাদিন প্রচণ্ড গুমোটে মানুষের কষ্টের শেষ থাকে না। মাঝে মাঝে বিকেলের দিকে ‘ধূলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল’ নিয়ে হাজির হয় কালবৈশাখী ঝড়। কালবৈশাখী হঠাৎ আবির্ভূত হয়ে ধরণীকে সাময়িকভাবে শীতল করে বিদায় নেয়। গ্রীষ্ম হাজির হয় আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি নানারকম ফল এবং কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বেল প্রভৃতি ফুলের ডালি নিয়ে। বর্ষাকাল :- গ্রীষ্মের পরেই নবজীবনের বার্তা নিয়ে হাজির হয় বর্ষা। দেখা যায় আকাশ জুড়ে কালো মেঘের সমার…

Post a Comment