সপ্তম শ্রেণী | আমাদের পৃথিবী সংক্ষিপ্ত প্রশ্ন | 3rd Summative (৩০টি)

দক্ষিণ আয়ানান্ত দিবস কবে হয়? ২১ ডিসেম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস? মিথাইল আইসো সাইনাইট যে সালে অধিবর্ষ হয়, সেই বছরে কত দিন হয়?..

আমাদের পৃথিবী
সংক্ষিপ্ত প্রশ্ন
ক্লাস ৭
3rd Summative

১) পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
১৫ কোটি কিমি

২) অনুসূর অবস্থানে পৃথিবী থেকে সূর্যের মধ্যে দূরত্ব কত থাকে?
প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি

৩) পৃথিবীতে কয়টি বায়ুচাপ বলয় আছে?
৭ টি

৪) IST এর কথার অর্থ কী?
Indian Standard Time

৫) GPS এর পুরো নাম কী?
Global Positioning System

৬) যে সালে অধিবর্ষ হয়, সেই বছরে কত দিন হয়?
৩৬৬ দিন

৭) কতদিনে এক সৌরবছর হয়?
৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড

৮) পৃথিবীতে কত রকমের গতি আছে?
পৃথিবীতে ২ রকমের গতি আছে:
১) আহ্নিক গতি
২) বার্ষিক গতি

৯) বিষুব কথার অর্থ কি?
দিন রাত সমান

১০) জীবাশ্ব কোন পর্বতে দেখা যায়?
ভঙ্গিল পর্বতে

১১) ধাপ চাষ কোথায় হয়?
পার্বত্য অঞ্চলে

১২) মালভূমির অপর নাম কী?
টেবিল ল্যান্ড

১৩) ভারতের প্রধান নদীর নাম কী?
গঙ্গা

১৪) কাবেরী নদীর উপরে জলপ্রপাতের নাম কী?
শিব সমুদ্রাম

১৫) মার্বেল কি শিলা?
রূপান্তরিত শীলা

১৬) ইউরিয়া কি ধরনের সার?
রাসায়নিক সার

১৭) সারা বিশ্বে পরিবেশ দিবস কবে পালিত হয়?
৫ই জুন

১৮) বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি?
ব্যারোমিটার

১৯) মহাবৃত্ত কোন রেখার নাম?
নিরক্ষরেখা

২০) পেন্সিলের শিস কোন শিলা?
গ্রাফাইট

২১) একটি নিত্যবহ নদীর নাম লেখো?
গঙ্গা

২২) বায়ুর উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি?
থার্মোমিটার

২৩) মূলমধ্যরেখার মান কত?
0%

২৪) কি দিয়ে জলের জীবাণু নষ্ট করা হয়?
ক্লোরিন

২৫) ভারতের সাতপুরা কি পর্বত?
স্তূপ পর্বত

২৬) ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী কোন গ্যাস?
মিথাইল আইসো সাইনাইট

২৭) কোন তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয়?
৩ জানুয়ারি

২৮) অধিবর্ষে ফেব্রুয়ারি মাসের কত দিনে হয়?
২৯

২৯) দক্ষিণ অয়নান্ত দিবস কবে হয়?
২১ ডিসেম্বর

৩০) মধ্যরাত্রি সূর্যের দেশ কোনটি?
নরওয়ে

Post a Comment

Leave your thoughts in the comments, and we will reply to you very soon!