প্রতিসাম্য/প্রতিসম চিত্র কাকে বলে?

যে সমস্ত চিত্রকে কোনো একটি কাল্পনিক রেখার সাপেক্ষে দুটি সর্বসম অংশে বিভক্ত করা যায় বা কোনো একটি বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট কোনে ঘোরালে পূর্বের মতো..
প্রতিসাম্য/প্রতিসম চিত্র

প্রতিসাম্য/প্রতিসম চিত্র

যে সমস্ত চিত্রকে কোনো একটি কাল্পনিক রেখার সাপেক্ষে দুটি সর্বসম অংশে বিভক্ত করা যায় বা কোনো একটি বিন্দুর সাপেক্ষে নির্দিষ্ট কোনে ঘোরালে পূর্বের মতো অবস্থানে ফিরিয়ে আনা যায়, তাদের প্রতিসাম্য / প্রতিসম চিত্র বলে।

প্রতিসম চিত্র

রৌখিক প্রতিসাম্য:-

একটি চিত্রে যখন একটি সরলরেখার সাপেক্ষে প্রতিসম হয় তখন সেই প্রতিসাম্যকে রৌখিক প্রতিসাম্য বলে।

ঘূর্ণন প্রতিসাম্য:-

একটি চিত্রকে কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনে ঘোরালে যদি পূর্বের ন্যায় অবস্থানে এসেছে বলে মনে হয়, তখন সেই প্রতিসাম্যকে ঘূর্ণন প্রতিসাম্য ফলে।

إرسال تعليق