অষ্টম শ্রেণী আমাদের পৃথিবী | পৃথিবীর অন্দরমহল | ভূত্বক গুরুমন্ডল কেন্দ্রমন্ডল | পৃষ্ঠা ১-৬

পৃথিবীর অভ্যন্তরে প্রধানত কয়টি স্তর ও কি কি? উত্তর: তিনটি, একেবারে উপরে আছে ভূত্বক, ভূত্বকের নিচে আছে গুরুমন্ডল,আর একেবারে নীচে বা পৃথিবীর কেন্দ্
অষ্টম শ্রেণী আমাদের পৃথিবী | পৃথিবীর অন্দরমহল | ভূত্বক গুরুমন্ডল কেন্দ্রমন্ডল | পৃষ্ঠা ১-৬
১) পৃথিবীর ব্যাসার্ধ কত? অথবা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? উত্তর: ৬৩৭০ কিমি ২) দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? উত্তর: রবিনসন ডীপ (গভীরতা ৩-৪ কিমি) ৩) পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কি? উত্তর:  রাশিয়ার কোলা উপদ্বীপ (১২ কিমি) ৪) ম্যাগমা কি? উত্তর:  ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। ৫) লাভা কী? উত্তর:  ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে লাভা বলে। ৬) উষ্ণ প্রস্রবন দেখতে পাওয়া যায় কোথায়? উত্তর:  বক্রেশ্বরে ৭) উষ্ণ প্রস্রবন বলতে কি বোঝ? উত্তর:  পৃথিবীর ভৌমজল (পৃথিবীর ভেতরকার জল) ভূ-তাপের (পৃথিবীর ভেতরকার তাপ) সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীপৃষ্টের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে। একে বলে উষ্ণ প্রস্রবন। ৮) ভূ-তাপ শক্তি কি? উত্তর:  ভূ-তাপ হলো একধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপশক্তিকে ভূ-তাপ শক্তি বলে। ৯) পৃথিবীর ঘনত্ব কি? উত্তর:  পৃথিবীর গড়…

4 comments

  1. Anonymous
    Vumi koper mapar jontoro
  2. Anonymous
    পৃথিবীর অন্দরমহলের শ্রেনী বিভাগের ছবির
  3. Anonymous
    'Bumpi cloud' kon megh k bola hoi
    1. Anonymous
      Statokewmulas