অষ্টম শ্রেণী আমাদের পৃথিবী - পৃথিবীর অন্দরমহল [পৃষ্ঠা ১-৬]

অষ্টম শ্রেণী আমাদের পৃথিবী: ভূত্বক, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল এবং পৃথিবীর অন্দরমহল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও শিক্ষামূলক আলোচনা।
অষ্টম শ্রেণী আমাদের পৃথিবী - পৃথিবীর অন্দরমহল [পৃষ্ঠা ১-৬]
অষ্টম শ্রেণী আমাদের পৃথিবী পৃথিবীর অন্দরমহল - ভূত্বক | গুরুমন্ডল | কেন্দ্রমন্ডল ১) পৃথিবীর ব্যাসার্ধ কত? অথবা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত? উত্তরঃ ৬৩৭০ কিমি ২) দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি? উত্তরঃ রবিনসন ডীপ (গভীরতা ৩-৪ কিমি) ৩) পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কি? উত্তরঃ রাশিয়ার কোলা উপদ্বীপ (১২ কিমি) ৪) ম্যাগমা কি? উত্তরঃ ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। ৫) লাভা কী? উত্তরঃ ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে লাভা বলে। ৬) উষ্ণপ্রস্রবন দেখতে পাওয়া যায় কোথায়? উত্তরঃ বক্রেশ্বরে ৭) উষ্ণ প্রস্রবন বলতে কি বোঝ? উত্তরঃ পৃথিবীর ভৌমজল (পৃথিবীর ভেতরকার জল) ভূ-তাপের (পৃথিবীর ভেতরকার তাপ) সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীপৃষ্টের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে। একে বলে উষ্ণ প্রস্রবন। ৮) ভূ-তাপ শক্তি কি? উত্তরঃ ভূ-তাপ হলো একধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপশক্তিকে ভূ-তাপ শক্তি …

4 comments

  1. Anonymous
    Vumi koper mapar jontoro
  2. Anonymous
    পৃথিবীর অন্দরমহলের শ্রেনী বিভাগের ছবির
  3. Anonymous
    'Bumpi cloud' kon megh k bola hoi
    1. Anonymous
      Statokewmulas