অষ্টম শ্রেণী আমাদের পৃথিবী - পৃথিবীর অন্দরমহল [পৃষ্ঠা ১-৬]

অষ্টম শ্রেণী আমাদের পৃথিবী: ভূত্বক, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল এবং পৃথিবীর অন্দরমহল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ও শিক্ষামূলক আলোচনা।

অষ্টম শ্রেণী

আমাদের পৃথিবী

পৃথিবীর অন্দরমহল - ভূত্বক | গুরুমন্ডল | কেন্দ্রমন্ডল

১) পৃথিবীর ব্যাসার্ধ কত? অথবা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত?
উত্তরঃ ৬৩৭০ কিমি

২) দক্ষিণ আফ্রিকার পৃথিবীর গভীরতম সোনার খনির নাম কি?
উত্তরঃ রবিনসন ডীপ (গভীরতা ৩-৪ কিমি)

৩) পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কি?
উত্তরঃ রাশিয়ার কোলা উপদ্বীপ (১২ কিমি)

৪) ম্যাগমা কি?
উত্তরঃ ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস, বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে।

৫) লাভা কী?
উত্তরঃ ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে লাভা বলে।

৬) উষ্ণপ্রস্রবন দেখতে পাওয়া যায় কোথায়?
উত্তরঃ বক্রেশ্বরে

৭) উষ্ণ প্রস্রবন বলতে কি বোঝ?
উত্তরঃ পৃথিবীর ভৌমজল (পৃথিবীর ভেতরকার জল) ভূ-তাপের (পৃথিবীর ভেতরকার তাপ) সংস্পর্শে এসে গরম হয়ে ফুটতে শুরু করে। পৃথিবীপৃষ্টের ফাটলের মধ্যে দিয়ে সেই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে। একে বলে উষ্ণ প্রস্রবন।

৮) ভূ-তাপ শক্তি কি?
উত্তরঃ ভূ-তাপ হলো একধরনের শক্তি। পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবীপৃষ্ঠের দিকে আসতে থাকে। এই তাপশক্তিকে ভূ-তাপ শক্তি বলে।

৯) পৃথিবীর ঘনত্ব কি?
উত্তরঃ পৃথিবীর গড় ঘনত্ব ৫.৫ গ্রাম/ঘন সেমি।

১০) ভূমিকম্পের ক্ষেত্রে কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে?
উত্তর: P তরঙ্গ

১১) কোন তরঙ্গ তরল বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না?
উত্তরঃ S তরঙ্গ

১২) পৃথিবীর অভ্যন্তরে প্রধানত কয়টি স্তর ও কি কি?
উত্তরঃ তিনটি, একেবারে উপরে আছে ভূত্বক, ভূত্বকের নিচে আছে গুরুমন্ডল,আর একেবারে নীচে বা পৃথিবীর কেন্দ্রের চারদিকে অবস্থান করছে কেন্দ্রমণ্ডল।

১৩) ভূত্বক কি?
উত্তরঃ পৃথিবী সবচেয়ে ওপরের স্তরটি হলো ভূত্বক।

১৪) ভূত্বকের কয়টি ভাগ?
উত্তরঃ ২ টি, সিয়ালসিমা

১৫) সিমা কাকে বলে?
উত্তরঃ মহাসাগরে নীচে প্রধানত সিলিকন (Si) আর ম্যাগনেশিয়াম (Mg) দিয়ে তৈরি স্তরটি হলো সিমা(SIMA)।

১৬) সিমা স্তরে কয়টি উপাদান রয়েছে ও কি কি?
উত্তরঃ ২ টি, সিলিকন (Si) আর ম্যাগনেশিয়াম (Mg)

১৭) সিমা স্তরটি কোন শিলায় গঠিত?
উত্তরঃ ব্যাসল্ট জাতীয় আগ্নেয়শিলা।

১৮) সিয়াল কাকে বলে?
উত্তরঃ মহাদেশের নীচে প্রধানত সিলিকন (Si) আর অ্যালুমিনিয়াম (AI) দিয়ে তৈরি ভূত্বকের ওপরের স্তরটি হলো সিয়াল।

১৯) সিয়ালস্তরে কয়টি উপাদান রয়েছে ও কি কি?
উত্তরঃ ২টি, সিলিকন (Si) আর অ্যালুমিনিয়াম (AI)

২০) সিয়ালস্তরটি কোন শিলায় গঠিত?
উত্তরঃ গ্রানাইট জাতীয় আগ্নেয়শিলা।

২১) ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান কি?
উত্তরঃ সিলিকন (Si)

২২) বিযুক্তিরেখা কি?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত যেখানে যেখানে ভূমিকম্পের তরঙ্গের গতিবেগ পরিবর্তিত হয় সেখানটাকে ভূ-তত্ত্ববিদরা বলে খনিজ বিযুক্তিরেখা ।

২৩) সিয়াল ও সিমা স্তরের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে?
উত্তরঃ কনরাড বিযুক্তিরেখা।

২৪) পৃথিবীর ভূ-অভ্যন্তরের গঠন গুলি দেখাও চিত্রাকারে
উত্তরঃ

পৃথিবীর ভূ-অভ্যন্তর

পৃথিবীর ভূ-অভ্যন্তর

২৫) গুরুমন্ডলেকি কি উপাদান রয়েছে?
উত্তরঃ লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেশিয়াম ও সিলিকন।

২৬) গুরুমন্ডলকি? এই স্তরে উষ্ণতা কত? এই স্তর কি কি উপাদান দিয়ে তৈরি?
উত্তরঃ ভূত্বক ছাড়িয়ে পৃথিবীর অভ্যন্তরে প্রায় ২৯০০ কিমি পর্যন্ত একই ঘনত্বযুক্ত স্তর হলো গুরুমন্ডল।
এই স্তরে উষ্ণতা ২০০০° - ৩০০০°
এই স্তরলোহা (Fe), নিকেল (Ni), ক্রোমিয়াম (Cr), ম্যাগনেশিয়াম (Mg) ও সিলিকন (Si) দিয়ে তৈরি।

২৭) গুরুমন্ডলে কয়টি স্তর ও কি কি?

উত্তরঃ গুরুমন্ডলে ২ টি স্তর, ক্রোফেসিমানিফেসিমা

২৮) ক্রোফেসিমা কাকে বলে?
উত্তরঃ গুরুমণ্ডলের ৩০-৭০০ কিমি পর্যন্ত অংশে ক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়ামের (Mg) প্রাধান্য দেখা যায়। এটি হলো ক্রাফেমিমা (Cro+ Fe+Si+Ma) স্তর।

২৯) ক্রোফেসিমা কোন কোন উপাদান দিয়ে তৈরি?
উত্তরঃ ক্রোমিয়াম (Cr), লোহা (Fe), সিলিকন (Si) ও ম্যাগনেশিয়ামের (Mg)

৩০) নিফেসিমা কাকে বলে?
উত্তরঃ গুরুমণ্ডলের ৭০০-২৯০০ কিমি পর্যন্ত অংশে নিকেল (Ni) লোহা (Fe) সিলিকন (Si) ও ম্যাগনেশিয়ামের(Mg) আধিক্যের জন্য এই স্তর হলো নিচু (Ni+Fe+Si+Ma)

৩১) নিফেসিমা কোন কোন উপাদান দিয়ে তৈরি?
উত্তরঃ নিকেল (Ni) লোহা (Fe) সিলিকন (Si) ও ম্যাগনেশিয়ামের(Mg)

৩২) ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা রয়েছে?
উত্তরঃ মোহোরোভিসিক বিযুক্তিরেখা

৩৩) ক্রোফেসিমাও নিফেসিমার মাঝে কোন বিযুক্তিরেখা রয়েছে?
উত্তরঃ রেপিত্তি বিযুক্তিরেখা

৩৪) অ্যাস্থেনোস্ফিয়ার শব্দের অর্থ কী?
উত্তরঃ এটি একটি গ্রিক শব্দ, যার মানে দুর্বল স্তর।

৩৫) কোন স্তরে পরিচলনস্রোত দেখা যায়?
উত্তরঃ অ্যাস্থেনোস্ফিয়ার স্তরে

৩৬) কেন্দ্রমণ্ডল কি? এই স্তরের গভীরতা কত? এই স্তরটি কোন কোন উপাদান দিয়ে তৈরি? এই স্তরের গড় ঘনত্ব কত?
উত্তরঃ ভূত্বক ও গুরুমণ্ডলের পরবর্তী এবং কেন্দ্রের চারদিকে বেষ্টনকারী শেষ স্তরটি হলো কেন্দ্রমণ্ডল (Core)।
এই স্তরটি প্রায় ৩৫০০ কিমি গভীর।
অত্যন্ত ভারী নিকেল (Ni) আর লোহা (Fe) দিয়ে তৈরি বলে একে (Nife) 'নিফে' বলে।
এই স্তরের গড় ঘনত্ব প্রায় ৯.১ থেকে ১৩.১ গ্রাম/ঘনসেমি।

৩৭) কেন্দ্রমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে ও কি কি?
উত্তরঃ ২টি, অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডল
অন্তঃকেন্দ্রমণ্ডল: এই স্তর পৃথিবীর একেবারে কেন্দ্রের চারদিকে রয়েছে। এই স্তরের গভীরতা ৫১০০ কিমি থেকে প্রায় ৬৩৭০ কিমি। এই স্তরের চাপ, তাপ,ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যধিক চাপের ফলে পদার্থগুলো এখানে কঠিন অবস্থায় আছে।
বহিঃকেন্দ্রমণ্ডল: অন্তঃকেন্দ্রমণ্ডলের চারদিকে রয়েছে বহিঃকেন্দ্রমণ্ডল। এই স্তর ২৯০০ কিমি - ৫১০০ কিমি পুরু। এর চাপ, তাপ ও ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম। এই স্তর অর্ধকঠিন অবস্থায় পৃথিবীর অক্ষের চারদিকে আবর্তন করে চলেছে। সান্দ্র অবস্থায় থাকা এই লোহা প্রচণ্ড গতিতে ঘুরতে ঘুরতে বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করেছে, যেখান থেকেই সৃষ্টি হয়েছে পৃথিবীর চৌম্বকত্ব।

৩৮) গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তিরেখা রয়েছে?
উত্তরঃ গুটেনবার্গ বিযুক্তিরেখা

৩৯) কেন্দ্রমণ্ডলের অন্তঃকেন্দ্রমণ্ডল ও বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তিরেখা রয়েছে?
উত্তরঃ লেহম্যান বিযুক্তিরেখা

4 comments

  1. Anonymous
    Vumi koper mapar jontoro
  2. Anonymous
    পৃথিবীর অন্দরমহলের শ্রেনী বিভাগের ছবির
  3. Anonymous
    'Bumpi cloud' kon megh k bola hoi
    1. Anonymous
      Statokewmulas
Leave your thoughts in the comments, and we will reply to you very soon!