অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় - বল ও চাপ [ পৃষ্ঠা ১-১৬ ] | Class 8 WBBSE Science First Chapter - Force and Pressure | Questions and Answers from textbook

বলের সংজ্ঞা: বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় কিংবা বস্তুর আকৃতি পরিবর্তন করতে..
অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান প্রথম অধ্যায় - বল ও চাপ [ পৃষ্ঠা ১-১৬ ] | Class 8 WBBSE Science First Chapter - Force and Pressure | Questions and Answers from textbook
বলের সংজ্ঞা: বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় কিংবা বস্তুর আকৃতি পরিবর্তন করতে যা প্রয়োগ করা হয়, তাকে বল বলে। বলের পরিমাপ ও একক প্রশ্নঃ সিজিএস ও এস আই পদ্ধতিতে বলের একক কি? উত্তরঃ সিজিএস পদ্ধতিতে বলের একক হল ডাইন এবং এস আই পদ্ধতিতে বলের একক নিউটন। প্রশ্নঃ বল পরিমাপক সমীকরণটি লেখ। উত্তরঃ F= ma অর্থাৎ, বল = বস্তুর ভর বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ। [F= বল, m= বস্তুর ভর, a= বলের প্রভাবে বস্তুতে উৎপন্ন ত্বরণ।] প্রশ্নঃ এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন কি? উত্তরঃ এস আই পদ্ধতিতে বল মাপার এককের চিহ্ন হলো N (নিউটন) প্রশ্নঃ এক নিউটন এর সংজ্ঞা দাও।/ এস আই পদ্ধতিতে বলের একক এর সংজ্ঞা দাও। উত্তরঃ 1 কেজি ভরের কোন বস্তুর ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে 1 মিটার / সেকেন্ড? ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলা হয়। প্রশ্নঃ 1 কেজি ভরের বাটখারাকে হাতে ধরে রাখলে ওই বাটখারাটি কত পরিমান বল প্রয়োগ করে? উত্তরঃ 9.৪ নিউটন। প্রশ্নঃ একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী কি পরিমান বলে নিজের দিকে টানে? উত্তরঃ একটি তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী …

Post a Comment