নবম শ্রেণী | জীবন বিজ্ঞান অধ্যায় : জীবন ও তাঁর বৈচিত্র্য
নবম শ্রেণীর প্রথম অধ্যায়ঃ জীবন ও তাঁর বৈচিত্র্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ পেতে উপরের লিংকটিতে ক্লিক করুন।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ প্রশ্নের মানঃ ১ প্রশ্নঃ হট ডাইলিউট স্যুপ কথাটির প্রবক্তা কে? উত্তরঃ বিজ্ঞানী হ্যালডেন। প্রশ্নঃ একটি অপচিতি বিপাকের উদাহরণ দাও। উত্তরঃ শ্বসন/রেচন অপচিতি বিপাক। প্রশ্নঃ কোয়াসারভেট মডেল কে নাম দেন? উত্তরঃ ওপারিন। প্রশ্নঃ জীবের দেহ গঠনকারী সংগঠনের নাম কী? উত্তরঃ কোশ। প্রশ্নঃ জীববিদ্যার প্রধান তিনটি শাখা কী কী? উত্তরঃ জীববিদ্যার প্রধান তিনটি শাখা হল- উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা ও জীবাণুবিদ্যা। প্রশ্নঃ জীব-পদার্থবিদ্যা কী? উত্তরঃ জীববিদ্যার সঙ্গে পদার্থবিদ্যার সমন্বয়ে গঠিত বিজ্ঞান। প্রশ্নঃ জীব-রসায়ন কী? উত্তরঃ জীববিদ্যা ও রসায়নের সমন্বয়ে গঠিত বিজ্ঞান। প্রশ্নঃ জীব-পরিসংখ্যান বা জীবমিতি কী? উত্তরঃ জীববিদ্যা ও পরিসংখ্যান বিদ্যার সমন্বয়ে গঠিত হয়েছে জীব বা জীবমিতি। প্রশ্নঃ দুটি উচ্চ ফলনশীল ধানের উদাহরণ দাও। উত্তরঃ IR-8, IR-20। প্রশ্নঃ দুটি উচ্চ ফলনশীল গমের নাম কী? উত্তরঃ সোনালিকা, কল্যাণসোনা। প্রশ্নঃ দুটি অধিক দুগ্ধপ্রদায়ী গাভির উদাহরণ দাও। উত্তরঃ ভাগলপুরী, শাহিওয়াল। প্রশ্নঃ দুটি অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও। উত্তরঃ এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন। প্রশ্নঃ মহাকাশ গবেষণার জন্য মহাকাশযানে কী রাখল…