অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান - স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল [পৃষ্ঠা ১৭-২৮]

অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় - স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল থেকে গুরুত্বপুর্ণ প্রশ্ন ও উত্তর পেতে এখানে ক্লিক করুন ।
অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান - স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল [পৃষ্ঠা ১৭-২৮]
অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান - স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল অভিকর্ষ ও মহাকর্ষ প্রশ্নঃ কোন বলের প্রভাবে বৃষ্টি আকাশ থেকে পৃথিবীর দিকে নেমে আসে? উত্তরঃ অভিকর্ষ বলের প্রভাবে। প্রশ্নঃ পৃথিবী সব বস্তুকেই _____ বল দিয়ে টানে। উত্তরঃ অভিকর্ষ। প্রশ্নঃ মহাকর্ষ টানকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়েছে? উত্তরঃ স্প্রিং তুলা যন্ত্র। প্রশ্নঃ কোন যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন বা ভার মাপা হয়? উত্তরঃ স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ওজন বা ভার মাপা হয়। প্রশ্নঃ অভিকর্ষ ও মহাকর্ষ বল কি আলাদা? উত্তরঃ না, অভিকর্ষ ও মহাকর্ষ বল আলাদা নয়। প্রশ্নঃ অভিকর্ষ একটি _____ বল। উত্তরঃ মহাকর্ষ। প্রশ্নঃ অভিকর্ষ বলের সংজ্ঞা দাও। উত্তরঃ পৃথিবী ও পৃথিবীর আশেপাশে থাকা অন্য কোন বস্তুর মধ্যে যে মহাকর্ষ বল ক্রিয়া করে তারই নাম অভিকর্ষ। প্রশ্নঃ মহাকর্ষ বলের মান পরিমাপক গাণিতিক সূত্রটি লেখ। উত্তরঃ F = G . m 1 × m 2 d 2 [এখানে, F= মহাকর্ষ বল, m 1 ও m 2 বস্তুর ভর, d= বস্তুকণা দুটির মধ্যে সরলরেখা বরাবর দূরত্ব।] প্রশ্নঃ সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক কাকে বলে? উত্তরঃ মহাকর্ষ সূত্রের গাণিতিক সমীকরণ, F = G . m 1 × m 2 d 2 এ ব্যবহৃত ধ্রুবক G কে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে। প্রশ্নঃ…

1 comment

  1. Anonymous
    Awesome