হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ | সম্পাদকীয় চিঠি

ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের সামনে মাইক বাজানো মারাত্মক সমস্যা। স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়াতে পড়ুন আমাদের পত্রিকা!

হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো।

সম্পাদক সমীপেষু,
[ বর্তমান গ্রাম ],
[ মাটিগাড়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেট, পরিবহন নগর,
শিলিগুড়ি: ৭৩৪০০১ ]

বিষয়: ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের সামনে মাইক বাজানো বন্ধের জন্য সচেতনতার আবেদন।

প্রিয় সম্পাদক মহাশয়,

আমি [ চন্দন বালা ], [ফাঁসিদেওয়া অঞ্চলের] একজন বাসিন্দা। আজ আমি [ বর্তমান গ্রাম ] পত্রিকার মাধ্যমে [ ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের ] সামনে মাইক বাজানোর সমস্যা নিয়ে সচেতনতা তৈরি করতে চাই।

বর্তমানে হাসপাতালের সামনে জোরে মাইক বাজানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। এটি রোগীদের বিশ্রাম এবং চিকিৎসার ক্ষেত্রে মারাত্মক বাধা সৃষ্টি করছে। হাসপাতালের মতো সংবেদনশীল স্থানে শান্তিপূর্ণ পরিবেশ অপরিহার্য; কিন্তু মাইক বাজানোর কারণে সেই পরিবেশ বিঘ্নিত হচ্ছে, যা অমার্জনীয় অপরাধ।

আমাদের সকলের উচিত এই বিষয়ে সচেতন হওয়া এবং প্রশাসনের উচিত শক্ত হাতে ব্যবস্থা নেওয়া। আশা করি, বর্তমান গ্রাম পত্রিকার মাধ্যমে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

জ্যোতিনগর
ফাঁসিদেওয়া, দার্জিলিং
১৯ অক্টোবর, ২০২৪

ধন্যবাদান্তে,
চন্দন বালা

গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই [ সংবাদ পত্রের নাম ], [ ঠিকানা ], [ নিজের নাম ], [ অঞ্চলের নাম ] ও [ হাসপাতালের নাম ] -এর অংশ নিজের নিজের ইচ্ছানুসারে পরিবর্তন করতে পারেন।

Post a Comment

Leave your thoughts in the comments, and we will reply to you very soon!