ষষ্ঠ শ্রেণী সাহিত্যমেলা | ভরদুপুরে - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

কবিতায় অলস দুপুরের ছবি, কবির ভাবনা ও প্রকৃতির শান্তি নিয়ে বিশ্লেষণ। 'আঁচল পেতে বিশ্বভূবন ঘুমোচ্ছে' প্রশ্নের উত্তর ও ছুটির অনুভূতি তুলে ধরা হয়েছে।
ষষ্ঠ শ্রেণী সাহিত্যমেলা | ভরদুপুরে - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
ভরদুপুরে অনুশীলন প্রশ্ন উত্তরঃ -নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১.১ নীরেন্দ্রনাথ চক্রবর্তী জন্মস্থান কোথায়? উত্তরঃ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা। ১.২ হাঁড়া লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর দুটি কাব্যগ্রন্থের নাম হল — নীল নির্জন এবং অন্ধকার বারান্দা। ২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও: ২.১ 'অশথ গাছ'কে পথিক জনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর: অশথ গাছটি তার প্রশস্ত ছায়া দিয়ে পথিকদের আরাম দেয়, তাই তাকে পথিক জনের ছাতা বলা হয়েছে। ২.২ রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে? উত্তর: রাখালরা গাছের তলায় শুয়ে আকাশে ভেসে চলা মেঘপুঞ্জকে দেখছে। ২.৩ নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে? উত্তর: কবিতায় নদীর ধারের দৃশ্যে দেখা গেছে বটগাছের ছায়ায় নদীর শান্ত স্রোতের পাশে সবুজ পাতার নরম আন্দোলন ও ফুলের সৌন্দর্য। ৩. একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো: তৃণ - ঘাস তটিনী - নদী গোরক্ষক - রাখাল পৃথিবী - ধরণী জলধর - মেঘ ৪.নীচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো: ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর, গাছ, লোক | ঘাস (বিশেষ্য) - …