পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ অধ্যায় - মানবদেহ [পৃষ্ঠা ১-৩]
পঞ্চম শ্রেণী প্রথম অধ্যায় মানবদেহ - শরীরের বর্ম, ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু, ত্বকের উপর-নীচ বিষয়ে বিস্তারিত জানুন।
প্রথম অধ্যায়ঃ মানবদেহ শরীরের বর্ম বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন: ত্বক আমাদের শরীরকে কোন কোন জিনিস থেকে রক্ষা করে?
ক) খাদ্য থেকে
খ) বাইরের আঘাত থেকে
গ) অতিবেগুনি রশ্মি থেকে উত্তর: খ) বাইরের আঘাত থেকে, গ) অতিবেগুনি রশ্মি থেকে। প্রশ্ন: ধমনির অবস্থান কোথায়?
ক) শরীরের উপরিভাগে
খ) শরীরের ভিতরে
গ) পায়ের তলায় উত্তর: খ) শরীরের ভিতর শূন্যস্থান পূরণ করো প্রশ্ন: চামড়া আমাদের শরীরকে ___________ থেকে রক্ষা করে। উত্তর: আঘাত প্রশ্ন: ধমনির ভিতরে ___________ থাকে। উত্তর: রক্ত প্রশ্ন: গণ্ডারের চামড়া পুরু হওয়ায় ___________ হয়ে যেত। উত্তর: আঘাত কম লাগত সত্য-মিথ্যা প্রশ্ন: চামড়ার ব্যবহার কমানোর কারণ শুধু পরিবেশের কারণে। উত্তর: সত্য প্রশ্ন: গণ্ডারের চামড়া কখনো পোশাক বানানোর কাজে ব্যবহার হতো না। উত্তর: মিথ্যা প্রশ্ন: চামড়ার নীচে শিরা, ধমনি ও মাংসপেশি থাকে। উত্তর: সত্য অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রশ্ন: চামড়া আমাদের শরীরকে কী থেকে রক্ষা করে? উত্তর: চামড়া আমাদের শরীরকে বাইরের আঘাত ও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। প্রশ্ন: গণ্ডারের চামড়া কীভাবে ব্যবহৃত হতো? উত্তর: গণ্ডারের চামড়া পোশাক এবং ঢাল বানানোর জন্য ব্য…