বিভাগ-'ক'
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো
১.১) লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল - (গ) দ্রবণ ক্ষয়
১.২) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ - (ক) ৩২%
১.৩) ক্যানিয়ন আকৃতির হওয়ার প্রধান কারণ - (গ) নদীর নিম্নক্ষয়
১.৪) সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল - (খ) নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা
১.৫) একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম - (খ) সিসা
১.৬) পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম - (ক) আনাইমুদি
১.৭) পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় - (ক) নিরক্ষীয় জলবায়ুতে
১.৮) বিশ্বপরিবেশ দিবস পালিত হয় - (গ) ৫ই জুন
১.৯) বিশুদ্ধ কাঁচামালভিত্তিক শিল্পটি হল - (ক) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প
১.১০) ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল - (-) NH-44
১.১১) ভারতের উচ্চতম জলপ্রপাত - (ঘ) কুঞ্চিকল
১.১২) 'বল উইভিল' পোকার আক্রমণ ঘটে - (খ) কার্পাস গাছে
১.১৩) মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হল - (ঘ) বর্ষাকাল
১.১৪) ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হল - (খ) SOI
বিভাগ-'খ'
২। নিম্নলিখিত বাক্যগুলি 'শুদ্ধ' হলে শু এবং 'অশুদ্ধ' হলে অ লেখো।
২.১ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও
২.১ যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও
২.১.১) নীলনদের ব-দ্বীপ পাখির পায়ের আঙুলের মতো। উত্তর) অ (অশুদ্ধ)
২.১.২) ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকানট্র্যাপ। উত্তর) অ (অশুদ্ধ)
২.১.৩) স্ক্র্যাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন করা হয়। উত্তর) শু (শুদ্ধ)
২.১.৪) টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ। উত্তর) অ (অশুদ্ধ)
২.১.৫) 'PINK CITY' বলা হয় জয়পুর শহরকে। উত্তর) শু (শুদ্ধ)
২.১.৬) 'ডিমের ঝুড়ি' ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কাজের ফলে। উত্তর) অ (অশুদ্ধ))
২.১.৭) বাতাসে ভাসমান অতিসূক্ষ্ম কঠিন বস্তুকণাকে এরোসল বলে। উত্তর) শু (শুদ্ধ)
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)
২.২.১) ভারতের হিমালয় একটি ভঙ্গিল পর্বত।
২.২.২) ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম তাপবিদ্যুৎ কেন্দ্র।
২.২.৩) শহর থেকে দূরে নীচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ভরাটকরন বা ল্যান্ডফিল বলে।
২.২.৪) ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয় কলকাতা শহরে।
২.২.৫) ITCZ দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে।
২.২.৬) ব্লকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে।
২.২.৭) শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘণীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা।
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও)
২.৩.১) ভারতের বৃহত্তম নদী-দ্বীপটির নাম কী?
উত্তর) মাজুলি।
২.৩.২) বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত দু'টি ভূমিরূপের নাম লেখো?
উত্তর) বালিয়াড়ি এবং লোয়েস সমভূমি।
২.৩.৩) মুন উপত্যকা কাকে বলে?
উত্তর) শিবালিক উত্থানকালে উচ্চ অংশ থেকে আসা নদীগুলি শিবালিককে আটকে হ্রদ গঠন করে, যা পরে উপত্যকায় পরিণত হয়। এটি ‘দুন’ নামে পরিচিত।
২.৩.৪) ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কী?
উত্তর) ISRO।
২.৩.৫) E-waste কী?
উত্তর) বাতিল ইলেকট্রনিক্স দ্রব্যের মধ্যে পরিবেশ দূষণকারী পদার্থ থাকে, একে E-waste বলে।
২.৩.৬) ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলা হয়?
উত্তর) ইন্দিরা পয়েন্ট।
২.৩.৭) বোলসন কী?
উত্তর) মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে বোলসন বলে।
২.৩.৮) সোনালী তন্ত্র কাকে বলে?
উত্তর) কার্পাস।
২.৪ বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো
বামদিক | ডানদিক |
---|---|
২.৪.১) ইউট্রোফিকেশান | (২) প্রাণীর মৃত্যু |
২.৪.২) নদীর সমভূমি প্রবাহ | (১) প্লাবনভূমি |
২.৪.৩) কালবৈশাখী | (৪) মার্চ-এপ্রিল |
২.৪.৪) Doctor's Wind | (৩) হারমাট্রান |
বিভাগ-'গ
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
৩.১) মেরুপ্রভা কী?
উত্তরঃ পৃথিবীর উভয় মেরুতে যখন একটানা ছয় মাস রাত চলতে থাকে তখন আকাশে মাঝে মাঝে রামধনুর মত এক রকম অস্পষ্ট আলোক প্রভা দেখা যায়, একে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে।
অথবা, বায়ুচাপ কক্ষ কী?
উত্তরঃ পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি স্থলভাগ ও জলভাগের পার্থক্যের কারণে কক্ষ আকারে অবস্থান করে। উদাহরণ) সাইবেরীয় উচ্চচাপ কক্ষ।
৩.২) জলচক্র কাকে বলে?
উত্তরঃ ভৌত অবস্থায় জলের বিভিন্ন রূপ পরিবর্তনের মাধ্যমে সমুদ্র, বায়ুমণ্ডল ও স্থলভাগে জলের পরিমাণগত যে সমতা বজায় থাকে, তাকেই জলচক্র বলে।
অথবা, জোয়ার-ভাটার দুইটি কুফল লেখো?
উত্তরঃ ১) সেচ ও পানীয় সমস্যা। ২) জাহাজের ক্ষয়ক্ষতি।
৩.৩) গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?
উত্তরঃ স্ক্রাবার যন্ত্রের মাধ্যমে আদ্র ও শুষ্ক পদ্ধতিতে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ করা হয়।
অথবা, বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়?
উত্তরঃ জৈব ভঙ্গুর ও অমঙ্গুর বর্জ্য পৃথক প্যাকেটে রাখা হয়।
৩.৪) ধারণযোগ্য উন্নয়নের সংজ্ঞা দাও।
উত্তরঃ ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে আপস না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর পরিকল্পনাই ধারণযোগ্য উন্নয়ন।
অথবা, পোতাশ্রয় কাকে বলে?
উত্তরঃ জাহাজের আশ্রয়স্থলকে পোতাশ্রয় বলে। এটি প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। উদাহরণ) মুম্বাই (প্রাকৃতিক), কলকাতা (কৃত্রিম)।
৩.৫) ধাপ চাষ ও ফালি চাষ বলতে কী বোঝ?
উত্তরঃ ধাপ চাষ) পাহাড়ি ঢালে সোপানের মতো কাটার পদ্ধতি। ফালি চাষ) ঢালে আড়াআড়িভাবে চাষের পদ্ধতি।
অথবা, ভারতের কৃষ্ণ মৃত্তিকার দুইটি বৈশিষ্ট্য লেখো।
উত্তরঃ ১) রং কালো। ২) জলধারণ ক্ষমতা বেশি।
৩.৬) উপগ্রহচিত্রের সংজ্ঞা দাও।
উত্তরঃ কৃত্রিম উপগ্রহ থেকে সংগৃহীত পৃথিবীর চিত্রকে উপগ্রহচিত্র বলে।
অথবা, বেঞ্চমার্ক বলতে কী বোঝ?
উত্তরঃ ভূপৃষ্ঠের স্থায়ী বস্তুর উপর চিহ্নিত সর্বোচ্চ উচ্চতা মাপার বিন্দু বেঞ্চমার্ক।
‘বিভাগ ঘ’- এর প্রশ্ন উত্তর খুব শীঘ্রই এখানে প্রদান করা করা হবে।