ABTA Madhyamik 2025 Geography Page No - 57 Test Paper Solved
পৃথিবীর উভয় মেরুতে যখন একটানা ছয় মাস রাত চলতে থাকে তখন আকাশে মাঝে মাঝে রামধনুর মত এক রকম অস্পষ্ট আলোক প্রভা দেখা যায়, একে মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে।
বিভাগ-'ক' ১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ১.১) লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল - (গ) দ্রবণ ক্ষয় ১.২) পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ - (ক) ৩২% ১.৩) ক্যানিয়ন আকৃতির হওয়ার প্রধান কারণ - (গ) নদীর নিম্নক্ষয় ১.৪) সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হল - (খ) নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ১.৫) একটি অগ্নিসঞ্চারক বর্জ্য পদার্থের নাম - (খ) সিসা ১.৬) পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম - (ক) আনাইমুদি ১.৭) পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় - (ক) নিরক্ষীয় জলবায়ুতে ১.৮) বিশ্বপরিবেশ দিবস পালিত হয় - (গ) ৫ই জুন ১.৯) বিশুদ্ধ কাঁচামালভিত্তিক শিল্পটি হল - (ক) খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ১.১০) ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হল - (-) NH-44 ১.১১) ভারতের উচ্চতম জলপ্রপাত - (ঘ) কুঞ্চিকল ১.১২) 'বল উইভিল' পোকার আক্রমণ ঘটে - (খ) কার্পাস গাছে ১.১৩) মৌসুমী বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা হয় সেটি হল - (ঘ) বর্ষাকাল ১.১৪) ভারতে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হল - (খ) SOI বিভাগ-'খ' ২। নিম্নলিখিত বাক্যগুল…