ABTA Madhyamik 2025 Life Science Page No - 38 Test Paper Solved

মানবদেহের ডিম্বাশয়ের ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল ও অমরা থেকে ইস্ট্রোজেন হরমোন উৎপন্ন হয়।
ABTA Madhyamik 2025 Life Science Page No - 38 Test Paper Solved
LIFE SCIENCE (সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক) বিভাগ-'ক' 1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো: 1.1) নীচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়- (a) পরিবেশের পরিবর্তন, যা জীব শনাক্ত করে (b) সাড়াপ্রদানে ভূমিকা নেয় (c) শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় (d) এটি একধরনের শক্তি। Answer: (c) শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয় 1.2) মানবদেহে মেনিনজেস-এর ভূমিকা হল- (a) মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করে (b) সুষস্মাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে (c) মস্তিস্কের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে (d) সুষুম্নাকাণ্ডের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে। Answer: (b) সুষস্মাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে 1.3) নীচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো- (a) ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হল বল ও সকেট সন্ধি। (b) হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সায়ানোভিয়াল তরল। (c) বাইসেপস্ সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে (d) অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য বুঙ্গায় সহায়ক। (a) (i) ও (ii) ঠিক (b) (ii) ও (iii) ঠিক (c) (i) ও (iii) ঠিক (d) (iii) ও (iv) ঠিক Answer: (b) (ii) ও (iii) ঠিক 1.4) যে নিউক্ল…