ABTA Madhyamik 2025 Life Science Page No - 38 Test Paper Solved

মানবদেহের ডিম্বাশয়ের ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল ও অমরা থেকে ইস্ট্রোজেন হরমোন উৎপন্ন হয়।

LIFE SCIENCE

(সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক)

বিভাগ-'ক'

1. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ লেখো:

1.1) নীচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়-

  • (a) পরিবেশের পরিবর্তন, যা জীব শনাক্ত করে
  • (b) সাড়াপ্রদানে ভূমিকা নেয়
  • (c) শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়
  • (d) এটি একধরনের শক্তি।

Answer: (c) শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়

1.2) মানবদেহে মেনিনজেস-এর ভূমিকা হল-

  • (a) মস্তিষ্ককে পুষ্টিরস সরবরাহ করে
  • (b) সুষস্মাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে
  • (c) মস্তিস্কের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে
  • (d) সুষুম্নাকাণ্ডের বিপাকজাত দূষিত পদার্থগুলিকে দূর করে।

Answer: (b) সুষস্মাকাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে

1.3) নীচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো- (a) ফিমার, টিবিয়া ও প্যাটেলার অস্থিসন্ধি হল বল ও সকেট সন্ধি। (b) হাড়ের ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সায়ানোভিয়াল তরল। (c) বাইসেপস্ সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব বৃদ্ধি করে (d) অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য বুঙ্গায় সহায়ক।

  • (a) (i) ও (ii) ঠিক
  • (b) (ii) ও (iii) ঠিক
  • (c) (i) ও (iii) ঠিক
  • (d) (iii) ও (iv) ঠিক

Answer: (b) (ii) ও (iii) ঠিক

1.4) যে নিউক্লিওটাইডটি DNA-এর উপাদান নয়, সেটি হল-

  • (a) S-PA
  • (b) S-P-T
  • (c) S-P-U
  • (d) S-P-C

Answer: (c) S-P-U

1.5) সঠিক ক্রমটি নির্বাচন করে -

  • (a) রেণুধর উদ্ভিদ → রেণু → প্রোথ্যালাস → জাইগোট
  • (b) জাইগোট → রেণু → রেণুধর উদ্ভিদ → প্রোথ্যালাস
  • (c) রেণু → প্রোথ্যালাস → জাইগোট → রেনুধর উদ্ভিদ
  • (d) প্রোথ্যালাস → রেণু → রেণুধর উদ্ভিদ → জাইগোট

Answer: (a) রেণুধর উদ্ভিদ → রেণু → প্রোথ্যালাস → জাইগোট

1.6) বেমতত্ত্ববিহীন কোশ বিভাজন পরিলক্ষিত হয়-

  • (a) শুক্রাশয় থেকে শুক্রানু তৈরির সময়
  • (b) মসের রেণুমাতৃকোশ থেকে রেণু তৈরির সময়
  • (c) প্রাণীদেহে ভ্রূণের পরিস্ফুরণকালে
  • (d) ইস্টের বংশবিস্তারকালে

Answer: (d) ইস্টের বংশবিস্তারকালে

1.7) নীচের কোন বৈশিষ্ট্যটি "সংকর" জীবের ক্ষেত্রে প্রযোজ্য-

  • (a) জীবের বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একইরকম থাকে
  • (b) সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিলই একইরকম হয়
  • (c) সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়
  • (d) জীবে বংশানুক্রনে শুধু মায়ের বৈশিষ্ট্য সঞ্চারিত হয়

Answer: (c) সমসংস্থ ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়

1.8) স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে-

  • (a) 25%
  • (b) 50%
  • (c) 75%
  • (d) 100%

Answer: (b) 50%

1.9) কোনটি ডিম্বানুকে সূচিত করে?-

  • (a) 22A+Y
  • (b) 44A+X
  • (c) 44A+XX
  • (d) None

Answer: (b) 44A+X

1.10) "নগ্ন জিন" আসলে-

  • (a) DNA প্রকৃতির নিউক্লিক অ্যাসিড
  • (b) RNA প্রকৃতির নিউক্লিক অ্যাসিড
  • (c) মিশ্র প্রকৃতির নিউক্লিক অ্যাসিড
  • (d) নিউক্লিক অ্যাসিডবিহীন কোয়াসারভেট

Answer: (b) RNA প্রকৃতির নিউক্লিক অ্যাসিড

1.11) অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি ক্ষুরে পরিণত হয়েছে সেটি হল-

  • (a) 1 নং
  • (b) 2 নং
  • (c) 3 নং
  • (d) 4 নং

Answer: (c) 3 নং

1.12 কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ-

  • (a) ব্যাঙের চোখের নিকটিটেটিং পর্দা
  • (b) গিনিপিগের সিকাম
  • (c) বাজপাখির ডানা
  • (d) মানুষের কর্ণছত্রের পেশী

Answer: (d) মানুষের কর্ণছত্রের পেশী

1.13) পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এনডেমিক জীবটি হল-

  • (a) কলসপত্রী
  • (b) ম্যাগনোলিয়া নীলগিরিকা
  • (c) একশৃঙ্গ গণ্ডার
  • (d) ওরাং ওটাং

Answer: (b) ম্যাগনোলিয়া নীলগিরিকা

1.14) প্রাকৃতিক সম্পদের অতিব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হল-

  • (a) কচুরিপানা
  • (b) সর্পগন্ধা
  • (c) পার্থেনিয়াম
  • (d) ল্যান্টানা কামারা

Answer: (b) সর্পগন্ধা

1.15) ব্ল‍্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে?-

  • (a) জল
  • (b) বায়ু
  • (c) মাটি
  • (d) শব্দ

Answer: (a) জল

Related Posts

বিভাগ-'খ'

2. নীচের ২৬টি প্রশ্ন থেকে ২১টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ

নীচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি)

2.1) একটি নিউরোনের প্রান্ত থেকে অপর নিউরোনে স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় ____ ।

Answer: সাইনাপ্স

2.2) ক্রোমোজোমের _____ অংশে মিয়োসিস কোশ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে।

Answer: কায়াসমা

2.3) উদ্যানপালন বিদ্যায় শাখাকলম তৈরির সময় ____ হরমোন ব্যবহার করা হয়ে থাকে।

Answer: অক্সিন

2.4) সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে ____ পেশী থাকে।

Answer: স্বৈচ্ছিক

2.5) জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ____ দেশ।

Answer: মেগাডাইভার্স

2.6) সিকিমের ____ সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে।

Answer: রেডপান্ডা

নীচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো: (যে কোনো পাঁচটি)

2.7) সঠিক বিবর্ধনযুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে ময়োপিয়াজনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়।

Answer: মিথ্যা

2.8) হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়।

Answer: সত্য

2.9) একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে।

Answer: সত্য

2.10) কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে।

Answer: মিথ্যা

2.11) ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন।

Answer: সত্য

2.12) মিথোজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে।

Answer: মিথ্যা

‘A’ স্তন্তে দেওয়া শব্দের সঙ্গে ‘B’ স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখসহ সঠিক জোড়টি পুনরায় লেখো: (যে কোনো পাঁচটি)
A-স্তম্ভ B-স্তম্ভ
2.13) স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম (e) সোয়ান কোশ
2.14) উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ (d) রেস্ট্রিসেস
2.15) মাইক্রোটিউবিউল (g) বেমতত্ত্ব গঠন
2.16) প্রোটানোপিয়া (f) ক্রোমোজোম সংযোজিত
2.17) শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা (b) নিউম্যাটোফোর
2.18) DDT (a) জীববিবর্ধন
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছয়টি)

2.19) একটি চারাগাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারাগাছের কাণ্ডটি জানালার দিকে বেঁকে গেছে। এই প্রকার চলনে কোন্ হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো।

Answer: অক্সিন

2.20) নীচের প্রথম শব্দজোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও।

Question: হরমোন: অন্তক্ষরা গ্রন্থি::____: বহিক্ষরা গ্রন্থি।

Answer: লালা

2.21) কোশের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোম অংশটির নাম লেখো।

Answer: টেলোমিয়ার

2.22) নীচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয়টির অন্তর্গত। সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো:

Question: হ্রাস বিভাজন, মিয়োসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক।

Answer: মিয়োসিস

2.23) কোন্ ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাসকুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছিলেন?

Answer: ইতর

2.24) মিলার ও উরের পরীক্ষায় একটি বড়ো ফ্লাস্কে তিনটি গ্যাস 2:2:1 অনুপাতে নেওয়া হয়। গ্যাসগুলির নাম উল্লেখ করো।

Answer: মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন

2.25) বিসদৃশ শব্দটি বেছে লেখো:

Question: জাতীয় উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ।

Answer: বোটানিক্যাল গার্ডেন

2.26) সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কী অসুবিধা হবে বলে তুমি মনে করো?

Answer: ভূমিক্ষয় ও উপকূলীয় ভাঙন, লবণাক্ততার বৃদ্ধি, জীববৈচিত্র্যের ক্ষতি, জীবিকার ওপর প্রভাব।

Related Posts

বিভাগ-'গ'

3. নীচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর দুই-তিনটি বাক্যে লেখো

3.1) মানবদেহে কোথায় কোথায় ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয় তা উল্লেখ করো।

Answer:
  • মানবদেহের ডিম্বাশয়ের ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল, অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল ও অমরা থেকে ইস্ট্রোজেন হরমোন উৎপন্ন হয়।
  • ডিম্বাশয়ের পীতগ্রন্থি বা করপাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন উৎপন্ন হয়।

3.2) মানবদেহে শর্করার সঠিক মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের বিপরীত ভূমিকা আলোচনা করো।

Answer: রক্তে শর্করা মাত্রা বৃদ্ধি পেলে ইনসুলিন তার ব্যবহার বাড়িয়ে কোশে গ্লুকোজ মাত্রা হ্রাস করে। পক্ষান্তরে, রক্তে শর্করা মাত্রা হ্রাস পেলে, গ্লুকাগন হরমোন গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ মুক্তিতে সাহায্য করে। এইভাবে ইনসুলিন ও গ্লুকাগন হরমোন পরস্পর বিপরীত মুখী কাজ করে মানবদেহে শর্করামাত্রা নিয়ন্ত্রণে থাকে।

3.3) অ্যাকুয়াস হিউমর ও ভিট্রিয়াস হিউমরের পার্থক্য লেখ।

Answer:
বিষয় অ্যাকুয়াস হিউমর ভিট্রিয়স হিউমর
অবস্থান অক্ষিগোলকের অগ্র প্রকোষ্ঠের তরল। অক্ষিগোলকের পশ্চাৎ প্রকোষ্ঠের তরল।
গঠনগত বৈশিষ্ট্য জলীয় তরল। সান্দ্র (ঘন) তরল।

3.4) তুমি ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে বিরাট কোহলিকে ছয় মারতে দেখলে। এক্ষেত্রে তোমার চোখের উপযোজনটি শব্দচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো।

Answer: স্টেডিয়ামে বসে বিরাট কোহলিকে ছয় মারতে দেখার ক্ষেত্রে চোখে দূরের বস্তুর দেখার জন্য উপযোজন ঘটবে। সেক্ষেত্রে শব্দচিত্রটি হল - সিলিয়ারি পেশির শ্লথন → লেন্সের বক্রতা হ্রাস → লেন্সের পুরুত্ব হ্রাস → লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি → রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠন।

3.5) পুনরুৎপাদনের ক্ষেত্রে মাইটোসিস কোশ বিভাজনের ভূমিকা কী? পদ্ধতিতে বংশ বিস্তারকারী দুটি জীবের নাম উল্লেখ করো।

Answer: বিভিন্ন প্রানীর দেহাংশ যেমন- কবচী শ্রেণীর প্রাণীদের পা, তারামাছের বাহু, টিকটিকির লেজ আঘাত বা অন্য কোনো কারণে দেহ থেকে বিচ্ছিন্ন হলে, মাইটোসিস কোশ বিভাজনের দ্বারা পুনরুৎপাদিত হয়।

3.6) কোরোকোদগম পদ্ধতিতে বংশ বিস্তারকারী দুটি জীবের নাম উল্লেখ করো।

Answer: হাইড্রা ও ইস্ট

3.7) গ্যামেট উৎপাদন ও অপত্য জনুর প্রকৃতি- এই দুটি বিষয়ের ভিত্তিতে যৌন জনন ও অযৌন জননের পার্থক্য লেখো।

Answer:
বিষয় যৌন জনন অযৌন জনন
গ্যামেট উৎপাদন যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না।
অপত্য জনুর প্রকৃতি জনিতৃ জীব অপেক্ষা ভিন্ন প্রকৃতির হয়। জনিতৃ জীবের অনুরূপ হয়।

3.8) বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটরগাছের মধ্যে পরাগনিষেক ঘটালে প্রথম অপত্য বংশে সৃষ্ট সব গাছই বেগুনি ফুলযুক্ত হয়। এক্ষেত্রে কোনটি প্রকট ও কোনটি প্রচ্ছন্ন কারণসহ লেখো।

Answer:
  • একই চরিত্রের অন্তর্গত দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য এবং যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায়না তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে।
  • উক্ত বিশুদ্ধ বেগুনি ও বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটরগাছের মধ্যে পরাগযোগ ঘটালে প্রথম অপত্য বংশে সৃষ্ট সবগাছই বেগুনি ফুলযুক্ত হয়।

সুতরাং এক্ষেত্রে বেগুনি ফুল প্রকট বৈশিষ্ট্য এবং সাদা ফুল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য।

3.9) থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত স্ত্রী ও পুরুষের মধ্যে বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া রোগের বংশগতি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও।

Answer:
বংশগতি চেকার বোর্ড

3.10) ডারউইনের মতে প্রকরণ বা ভেদের কারণ আলোচনা করো।

Answer: ডারউইনের মতে, পৃথিবীতে দুটি জীব কখনোই অবিকল একই রকমের হতে পারে না, অর্থ্যাৎ দুটি জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবেই। ডারউইন মনে করতেন যে, অবিরত ত্রিবিধ সংগ্রামের ফলে জীবদেহে প্রকরণ বা ভেদ স্পষ্ট হয়, যা প্রজননকালে অপত্যের দেহে সঞ্চারিত হয়ে থাকে এবং পরিশেষে জীবের বৈশিষ্ট্যের প্রতিষ্ঠিত হয়। ডারউইনের ধারনানুযায়ী ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই ভিন্ন ভিন্ন প্রজাতির উদ্ভবের জন্য দায়ী।

3.11) শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন কীভাবে তাকে দৈনন্দিন সমস্যা সমাধানে সাহায্য করে তার উদাহরণ দাও।

Answer:
  • (a) শিম্পাঞ্জিরা উইঢিবির সন্ধান পেলে গাছের শাখা দিয়ে একটি লাঠির মতো দণ্ড তৈরি করে নেয়। এই দন্ডের ছুঁচালো প্রান্তটি উইঢিবির মধ্যে ঢুকিয়ে দেয়। উইপোকা গুলি তখন লাঠি বেয়ে সারিবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসে। শিম্পাঞ্জিরা তখন মহানন্দে তার ভোজ সারে।
  • (b) এরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাই-এর মতো ব্যবহার করে বাদামের খোসা ছাড়ায়।
  • (c) শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আকান্ত হলে নিজেরাই বিশেষ ভেষজ উদ্ভিদ খুঁজে এনে ভক্ষণ করে, ফলে পরজীবীদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।

3.12) জলক্ষয় সহনের জন্য উটের লোহিত রক্তকণিকায় কী কী অভিযোজিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?

Answer:
  1. উটের লোহিত রক্ত কনিকাগুলি ডিম্বাকার। ফলে এই ধরণের রক্তকণিকা অধিকমাত্রায় অক্সিজেন বহন করতে সক্ষম।
  2. RBC ডিম্বাকৃতি হওয়ার ডান্য ঘন রক্তস্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। উট যখন অধিক মাত্রায় জলপান করে তখন RBC গুলিপ্পায় 240% প্রসারিত হতে পারে এবং সহজে বিদীর্ণ হয় না।

3.13) মানুষের কার্যকলাপ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে তার দুটি উল্লেখ করো।

Answer:
  • (a) খনিজ তেল, কয়লার দহনে নাইট্রিক অক্সাইড (NO), নাইট্রাস অক্সাইড (N₂O) ও নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂) গ্যাসের মুক্তি ঘটে। ফলে পরিবেশে নাইট্রোজেনের জোগান বৃদ্ধি পায়।
  • (b) জমির ফসল বৃদ্ধির জন্য জমিতে নাইট্রোজেন সার ব্যবহার বৃদ্ধি পেয়েছে ফলে পরিবেশের N₂O, NO₂ প্রভৃতি গ্যাসগুলির পরিমান বৃদ্ধি পেয়েছে।

3.14) ভারতবর্ষে ক্রমবর্ধমান ক্যানসারের প্রবণতার পিছনে পরিবেশের ভূমিকা করো।

Answer:
  • (a) কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক, জৈব অভঙ্গুর কীটনাশক এবং আগাছা নাশক খুব সহজেই মানবদেহে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করে ক্যানসার সৃষ্টি করে।
  • (b) বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে পরিবেশগত অধিবিষের সঙ্গে ক্যানসারের যোগসূত্র বর্তমান। কারসিনোজেন বা কারসিনোজেনিক পদার্থগুলি স্বাভাবিক কোশের DNA-র স্থায়ী পরিবর্তন ঘটায়। মার ফলে কোশে উপস্থিত জিন অঙ্কোজিনে রুপান্তরিত হয়ে ক্যানসার সৃষ্টি করে।

3.15) "জীবনদায়ী ঔষধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম"- আলোচনা করো।

Answer: চিকিৎসায় বব্যবহৃত বহু ওষুধ হল জীবজাত। যেমন- সিনকোনা গাছের ছলি থেকে তৈরি হয় কুইনাইন যা ম্যালেরিয়ার ওষুধ, সর্পগন্ধা গাছের মূলের ছাল থেকে প্রাপ্ত রেসার- পিন উচ্চ রক্তচাপের ওষুধ, ধুতরা ফলের বীজ থেকে প্রাপ্ত ডাটরিন হাঁপানির ওষুধ তৈরীতে ব্যবহৃত হয়। তুলসী, কালমেঘ, নিম প্রভৃতি ভেষজ উদ্ভিদগুলিও বিভিন্ন ওষুধ প্রস্ততিতে সাহায্য করে। উদ্ভিদের মতো প্রানীদের দেহাংশ থেকেও ভেষজ প্রস্তুত হয়। যেমন- সাপের বিষ থেকে ল্যাকেসিস, মৌমাছির বিষ থেকে এপিস উৎপন্ন হয়।

3.16) বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে বনদপ্তরকে করা JFM-এর সক্রিয় ভূমিকা আলোচনা করো।

Answer:
  • (a) বিভিন্ন রাজ্যে বন্যপ্রাণী সংরক্ষণে বনদপ্তরকে সক্রিয় সহযোগিতা করে JFM কমিটি।
  • (b) বনে চোরাশিকারের ঘটনা তাৎক্ষণিক বনদপ্তরকে জানানোর কাজ করে JFM কমিটি।
  • (c) দাবানল, বেআইনি পশুচারণ, বনভূমি বিনাশের চেষ্টা, প্রাথমিকভাবে বনদপ্তরকে তা জানানো ও সংশ্লিষ্ট কাজে বনদপ্তরের সঙ্গে JFM কমিটি কাজ করে থাকে।

3.17) সিংহ সংরক্ষণে সফল একটি প্রকল্পে নাম ও অবস্থিতি উল্লেখ করো।

Answer: সিংহ সংরক্ষণে সফল একটি প্রকল্পের নাম- গির জাতীয় উদ্যান সিংহ প্রকল্প,যা গুজরাটে অবস্থিত।

‘বিভাগ ঘ’- এর প্রশ্ন উত্তর খুব শীঘ্রই এখানে প্রদান করা করা হবে।

2 comments

  1. Anonymous
    Aritra
  2. Anonymous
    Wow
Leave your thoughts in the comments, and we will reply to you very soon!