ABTA Madhyamik 2025 History Page No - 48 Test Paper Solved
ABTA Madhyamik 2025 History টেস্ট পেপার পৃষ্ঠা ৪৮-এর সমাধান এখানে পান। সহজ ব্যাখ্যা ও সঠিক উত্তরের জন্য এই সমাধানটি অনুসরণ করুন।
HISTORY বিভাগ- ‘ক’ ১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1.1) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়- (ক) ৮ জানুয়ারি (খ) ২৪ ফেব্রুয়ারি (গ) ৮ মার্চ (ঘ) ৫ জুন উত্তরঃ (ঘ) ৫ জুন 1.2) দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন- (ক) চলচ্চিত্রের সঙ্গে (খ) ক্রীড়াজগৎয়ের সঙ্গে (গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে (ঘ) পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে উত্তরঃ (ক) চলচ্চিত্রের সঙ্গে 1.3) 'প্রথম সরকারি শিক্ষা কমিশন' (হান্টার কমিশন) গঠিত হয়- (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে (খ) ১৮৭৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে উত্তরঃ (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে 1.4) 'বামাবোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন- (ক) উমেশচন্দ্র দত্ত (খ) শিশিরকুমার ঘোষ (গ) কৃষ্ণচন্দ্র মজুমদার (ঘ) দ্বারকনাথ বিদ্যাভূষণ উত্তরঃ (ক) উমেশচন্দ্র দত্ত 1.5) 'সর্বধর্ম সমন্বয়ের আদর্শ' প্রচার করেছিলেন- (ক) বিজয়কৃষ্ণ গোস্বামী (খ) স্বামী বিবেকানন্দ (গ) শ্রীরামকৃষ্ণ (ঘ) কেশবচন্দ্র সেন উত্তরঃ (গ) শ্রীরামকৃষ্ণ 1.6) 'ভাগনাডিহিতে' যে বিদ্রোহের সূচনা হয়েছিল- (ক) ভিল বিদ্রোহের (খ) সাঁওতাল বিদ্রোহের (গ) মোপলা বিদ্রোহের (ঘ) রংপুর বিদ্রোহের উত্তরঃ (খ) সাঁওতাল বিদ্রোহের 1.7) 'সন্ন্যাসী বিদ্রোহের' একজন …