সবার আমি ছাত্র অনুশীলনী প্রশ্ন উত্তর | পাতাবাহার | ক্লাস ৪

চতুর্থ শ্রেণির পাতাবাহার বইয়ের "সবার আমি ছাত্র" কবিতার প্রশ্নোত্তর সহজ ভাষায়। ছাত্রছাত্রীদের জন্য সহজবোধ্য সমাধান।
সবার আমি ছাত্র অনুশীলনী প্রশ্ন উত্তর | পাতাবাহার | ক্লাস ৪
সবার আমি ছাত্র -সুনির্মল বসু অনুশীলনী প্রশ্ন উত্তর ১) সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখ? উত্তরঃ সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হল ‘হইচই’ , ‘ছানাবড়া’ । ২) তিনি ১৯৫৬ সালে কি পদক পেয়েছিলেন? উত্তরঃ সুনির্মল বসু ১৯৫৬ সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। ৩. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো: ৩.১) কবি কার উপদেশে দিলখোলা হন? উত্তরঃ কবি খোলা মাঠের উপদেশে দিলখোলা হন। ৩.২) পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? উত্তরঃ পাষাণ আপন কাজে কঠোর হতে কবিকে শিক্ষা দিয়েছিল। ৩.৩) কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেলেন? উত্তরঃ শ্যাম বনানীর কাছ থেকে সরসতা ভিক্ষা পেলেন। ৩.৪) কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তরঃ কবিকে মধুর কথা বলতে শেখালো চাঁদ। ৩.৫) নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? উত্তরঃ নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। ৪. সন্ধি করে লেখো: রত্ন+আকর = রত্নাকর মেঘ+আলোক = মেঘালোক কমলা+আসনা = কমলাসনা ৫. সমার্থক শব্দ লেখো: চাঁদ = চন্দ্র, ইন্দু, বিধু, শশী সূর্য = তপন, রবি, দিবাকর, ভানু পাহাড় = গিরি, শৈল, অচল বায়ু = বাতাস, পবন, হাওয়া নদী = নদ, প্রবাহিনী, তটিনী পৃথিবী = ভুবন, ধরা, জগৎ সাগর = সমুদ্র, সিন্ধু, রত্নাকর ৬. বাক্যরচনা করো: উদার = …