জীর্ণ রাস্তা সংস্কারের বিষয় তুলে ধরে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র।
স্থানীয় এলাকার রাস্তা ভাঙার বিষয়ে দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পরিবেশ পত্রিকার সম্পাদককে পত্রঃ
সম্পাদক সমীপেষু,
সম্পাদক সারাদিন,
২১, আচার্য প্রফুল্লচন্দ্র রোড,
কলকাতা : ৭০০০০৯
বিষয় : ভাঙা রাস্তা সংস্কার।
সাবিনয় নিবেদন,
দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি থানার অন্তর্গত বড়ভিটা গ্রামে দীর্ঘদিন আগে একটি মাটির রাস্তা নির্মিত হয়েছে। রাস্তাটি বহু মানুষ প্রতিদিন চলাচলের জন্য ব্যবহার করেন। কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষার সময় রাস্তায় জল জমে কাদা হয়ে যায়। বহু জায়গায় গর্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এই রাস্তাটি দিয়ে স্কুল পড়ুয়া, রোগী এবং চাষের সামগ্রী বহন করা হয়। এই রাস্তাটি সংস্কার না হলে সাধারণ মানুষের খুব কষ্ট হয়। প্রশাসনের নজরে বহুবার আনা হলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।
অতএব, আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক – এই আবেদন আপনার পত্রিকায় প্রকাশিত হলে, কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হবে বলে আশাবাদী।
আশা করি, এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্র প্রকাশ করে বাধিত করবেন।
নম্রভাবে,
সুদীপ সরকার
বড়ভিটা, দক্ষিণ দিনাজপুর
৩১ জুলাই, ২০২৫