স্বাভাবিক, অখণ্ড, পূর্ণ, মূলদ ও বাস্তব সংখ্যার ১০টি সত্য ও মিথ্যা

10/25/20221 min read

number line true false
number line true false

স্বাভাবিক, অখণ্ড, পূর্ণ, মূলদ ও বাস্তব সংখ্যার ১০টি সত্য ও মিথ্যা

স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা নিয়ে দশটি সত্য বক্তব্য ও দশটি মিথ্যা বক্তব্য লিখি।

দশটি সত্য বক্তব্যঃ

  1. '০' একটি স্বাভাবিক সংখ্যা নয়।

  2. দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল স্বাভাবিক সংখ্যা হয়।

  3. দুটি অখণ্ড সংখ্যার গুণফল অখণ্ড সংখ্যা হবে।

  4. '০' এর থেকে বড় পূর্ণসংখাকে ধনাত্বক পূর্ণসংখ্যা বলে।

  5. '০' এর থেকে ছোটো পূর্ণসংখাকে ঋণাত্বক পূর্ণসংখ্যা বলে।

  6. '০' একটি মূলদ সংখ্যা।

  7. সমস্ত স্বাভাবিক সংখ্যা মূলদ সংখ্যা।

  8. √5 একটি অমূলদ সংখ্যা।

  9. সমস্ত মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা।

  10. দুটি মূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হবে।

দশটি মিথ্যা বক্তব্যঃ

  1. '০' একটি স্বাভাবিক সংখ্যা।

  2. দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা হবে।

  3. -1 একটি অখন্ড সংখ্যা।

  4. 2.4 একটি পূর্ণসংখ্যা।

  5. √2 একটি মূলদ সংখ্যা।

  6. 3 একটি অমূলদ সংখ্যা।

  7. ২টি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই।

  8. প্রতিটি মূলদ সংখ্যার দশমিকে বিস্তার অনাবৃত।

  9. প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা।

  10. ⅖ একটি পূর্ণসংখ্যা।

Related Stories